ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বড়দের সাহচর্য না পেয়ে শিশুরা কথা শিখছে বিলম্বে

প্রকাশিত: ২২:৫০, ২ অক্টোবর ২০২০

বড়দের সাহচর্য না পেয়ে শিশুরা কথা শিখছে বিলম্বে

স্টাফ রিপোর্টার ॥ দেশে হাজার বছরের ঐতিহ্যবাহী ‘পারিবারিক বন্ধন’ ভেঙ্গে যাওয়ার প্রভাব পড়েছে শিশুদের শিক্ষায় এবং তাদের পরিপূর্ণ বিকাশে। বড়দের সাহচর্য না পাওয়ায় শহর এলাকায় শিশুদের কথা শিখতে বিলম্ব হচ্ছে। অটিস্টিক শিশুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই প্রতিবন্ধিতা, অটিজম, শিশুর বিকাশ ইত্যাদি বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির মতোই বয়স্ক বা প্রবীণ ব্যক্তিদের বিশেষ সুরক্ষার বিষয়টিও পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রবীণদের অর্থের চেয়ে বেশি প্রয়োজন মমতা, সেবাশুশ্রƒষা। এর জন্য আমাদের সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এসব মতামত তুলে ধরেন। সেই সঙ্গে পারিবারিক বন্ধুন অটুট রাখার ওপর জোর দেন তারা। বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও ৩০তম আন্তর্জাতিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় নানামুখী উদ্যোগ গ্রহণ করে। এ বছর বৈশ্বিক মহামারী কোভিড-১৯ কারণে প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় মূল আলোচনা সভাটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এছাড়া জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রচার, মোবাইল অপারেটরদের মাধ্যমে ক্ষুদে বার্তা প্রেরণ, ইলেকট্রনিক মিডিয়ায় স্ক্রল প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ নেয়া হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এ বছর আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য ‘বৈশ্বিক মহামারীর বার্তা প্রবীণদের সেবায় নতুন মাত্রা’। প্রবীণ দিবসে ভার্চুয়াল আলোচনা সভার পাশাপাশি সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা সমাজসেবা অধিদফতর মিলনায়তন থেকে সরাসরি সভায় অংশগ্রহণ করেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত। প্রবন্ধে তিনি বলেন, প্রতিটি মানব সন্তান তিনটি ‘প’ (পরিবার, পরিবেশ ও প্রবীণ) থেকে শেখে। তিনি আরও উল্লেখ করেন বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যবাহী ‘পারিবারিক বন্ধন’ ভেঙ্গে যাওয়ার প্রভাব পড়েছে আমাদের শিশুদের শিক্ষায় এবং তাদের পরিপূর্ণ বিকাশে। প্রবীণদের সাহচর্য না পাওয়ায় শহর এলাকায় শিশুদের কথা শিখতেও বিলম্ব হচ্ছে। অটিস্টিক শিশুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, প্রতিবন্ধিতা, অটিজম, শিশুর বিকাশ ইত্যাদি বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির মতোই প্রবীণ ব্যক্তিদের বিশেষ সুরক্ষার বিষয়টিও পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি প্রয়োজন। প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল প্রতিবন্ধকতার প্রাচীর ভেঙ্গে দেশ ও দেশের মানুষের কল্যাণে নানামুখী উদ্যোগ গ্রহণ করছেন এবং সফলতা নিয়ে এসেছেন। তিনি দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এবং মর্যাদার আসনে আসীন রেখেছেন। বিশেষ অতিথি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী বয়স্ক ভাতার প্রচলন করেন। এ বছর ১১২ উপজেলায় ভাতা পাওয়ার যোগ্য শতভাগ বয়স্ক ব্যক্তিকে ভাতা প্রদান করা হবে। এ সুবিধা ক্রমান্বয়ে সারাদেশে সম্প্রসারিত করা হবে।
×