ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মোল্লাহাটে নদীর পাড়ের মাটি কাটায় বাধা দেয়ায় ৪’জনকে কুপিয়ে যখম

প্রকাশিত: ২১:০০, ১ অক্টোবর ২০২০

মোল্লাহাটে নদীর পাড়ের মাটি কাটায় বাধা দেয়ায় ৪’জনকে কুপিয়ে যখম

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের মোল্লাহাটে নদীর পাড়ের সরকারী খাস জমির মাটি কাটায় বাধা দেয়ায় এক বৃদ্ধ ও তিন যুবককে উপর্যুপরি কুপিয়ে গুরুতর যথম করেছে দুস্কৃতিকারীরা। উপজেলার চর-দারিয়ালা এলাকায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ৪ জনকেই মোল্লাহাট হাসপাতাল থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলেন, জুলফিকার শেখ(৭০), দিদার শেখ (২০), জুবায়ের শেখ (২০) ও কিবরিয়া শেখ (২০)। ভিকটিম পরিবারের ইমরান ও মুনজিলাসহ স্থানীয় অনেকে জানায়-একই এলাকার জাকির শিকদার ও তার ছেলে মামুন শিকদার আঠারোবাকী নদীর পাড় থেকে মাটি কেটে নিচ্ছিলো। যে,স্থান থেকে মাটি কাটা হচ্ছিলো, ওই স্থান জনস্বার্থে ব্যবহার হয়। যে কারনে মাটি কাটায় বাধা দেয় দিদার শেখ ও তার পিতা ইয়ার আলী শেখ। ওই ঘটনায় মাটি কাটা পক্ষ মারমূখী আচারন করায় ভীত-সন্ত্রস্থা হয়ে তাদের কাছেচ ক্ষমা চান ইয়ার আলী শেখ (৬৫)। এরপরও জাকির শিকদারের নেতৃত্বে ১০/১২ জনে ধারালো অস্ত্র নিয়ে ইয়ার আলী শেখের বাড়িতে হামলা করে। ওই সময় ইয়ার আলী শেখের আপন ভাই জুলফিকার শেখ, ছেলে দিদার শেখ এবং ভাতিজা জুবায়ের ও কিবরিয়াকে উপর্যুপরি কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায় তারা। এরপর আশ-পাশের লোকজন এসে তাদেরকে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে নেয়। কর্মীদের অবস্থা আশংকা জনক হওয়ায় তাৎক্ষণিক তাদেরকে খুমেক হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। তারা বর্তমানে খুমেক হাসপাতালে চিকৎসাধীন আছেন। ওই ঘটনায় মোল্লাহাট থানায় অভিযোগ হয়েছে। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর জানান, এ ঘটনার অভিযোগ পেয়েছেন এবং মামলা রেকর্ড হচ্ছে।
×