ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাউন্সিল সফল করতে তিন অক্টোবর প্রস্তুতি পরিষদের প্রথম সভা ডেকেছে গণফোরাম

প্রকাশিত: ১৯:১০, ১ অক্টোবর ২০২০

কাউন্সিল সফল করতে তিন অক্টোবর প্রস্তুতি পরিষদের প্রথম সভা ডেকেছে গণফোরাম

স্টাফ রিপোর্টার ॥ ষষ্ঠ জাতীয় কাউন্সিল সফল করতে আগামী তিন অক্টোবর প্রস্তুতি পরিষদের প্রথম সভা আহ্বান করেছে গণফোরামের একাংশ। সেদিন সকাল ১০টায় মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয় ‘ইডেন কমপ্লেক্সে’ এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই বৈঠকের কথা জানানো হয়। ষষ্ঠ জাতীয় কাউন্সিল-২০২০ প্রস্তুতি পরিষদের আহবায়ক ও সাবেক সংসদ সদস্য মোস্তফা মহসীন মন্টু ও সদস্য সচিব সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে জানান- গণফোরামের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল আগামী ২৬ ডিসেম্বর শনিবার ঢাকায় অনুষ্ঠিত হবে। কাউন্সিল সফল করার জন্য ইতোমধ্যে ২০১ সদস্য বিশিষ্ট জাতীয় কাউন্সিল প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে। তাই প্রস্তুতি পরিষদের প্রথম সভায় সবাইকে যোদ দেয়ার আহ্বান জানানো হয়েছে। গণফোরামের নতুন সাধারণ সম্পাদক রেজা কিবরিয়ার নেতৃত্ব নিয়ে দলের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বছরজুড়ে চলে পাল্টাপাল্টি বহিস্কার। যারা ধারাবাহিকতায় দীর্ঘ ২৭ বছর পর প্রথমবারের মতো ভাঙনের মুখে পড়ে দলটি। গত সপ্তাহে গণফোরামের একটি অংশ নির্বাহী কমিটির বৈঠক শেষে রেজা কিবরিয়াকে বহিস্কার করে নতুন করে কাউন্সিলের ঘোষণা দিয়েছে। যদিও দল প্রধান ড. কামাল হোসেন বলছেন, দলছুটদের সঙ্গে তার কোন সম্পর্ক নেই। তাদের কাউন্সিল ডাকারও কোন বৈধতা নেই।
×