ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নৌকা মার্কায় ভোট দিয়ে কেউ বঞ্চিত হয় না ॥ বি.এম মোজাম্মেল

প্রকাশিত: ১৭:৪৭, ১ অক্টোবর ২০২০

নৌকা মার্কায় ভোট দিয়ে কেউ বঞ্চিত হয় না ॥ বি.এম মোজাম্মেল

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ জাতির জনকের নৌকা মার্কায় ভোট দিয়ে কেউ বঞ্চিত হয় নাই। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল। তিনি বলেন, শেখ হাসিনার হাত শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হয়। শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশের সার্বিক উন্নয়ন হয়। যা অন্য কোন সরকারের আমলে হয় নাই। তাই শেখ হাসিনার হাতে নিরাপদ বাংলাদেশ। বিএনপি-জামায়াতের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। বৃহষ্পতিবার দুপুরে নওগাঁর আত্রাই-রানীনগরে জাতীয় সংসদ উপ-নির্বাচন উপলক্ষে রানীনগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় আসার পর একটি বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য, ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, উন্নত, সমৃদ্ধশালী ও সন্ত্রাস জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়তে নিরলস ভাকে কাজ করে যাচ্ছেন। মোজাম্মেল বলেন, বিএনপি আজ জনগণ থেকে বিচ্ছিন্ হয়ে আবল তাবল কথা বলছেন। তারেক রহমানের নির্দেশে শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করা হয়েছে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে সন্ত্রাসের গডফাদার তারেক রহমান ধ্বংসের দ্বারপ্রান্তে বাংলাদেশকে নিয়ে গেছেন। এই আত্রাই রানীনগরকে রক্তাক্ত জনপদ নামে পরিচিতি করেছিলেন। বাংলা ভাইকে দিয়ে সন্ত্রাসের জনপদ গড়ে তুলেছিলেন। সাধারণ মানুষের ওপর অত্যাচার, জুলুম, হত্যা, খুন, গুম করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আত্রাই-রানীনগর শান্তির জনপদে রুপান্তরিত হয়েছে। এছাড়াও বর্তমান সরকারের আমলে মাথাপিছু আয় বেড়েছে ৫হাজার মার্কিন ডলার যা অন্য কোন সরকারের আমলে হয় নাই। তাই দেশের শান্তি ও উন্নয়নের লক্ষে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখার আহবান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান বক্তা এস,এম কামাল বলেন, নৌকা হারলে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা, সবার প্রিয় নেত্রী শেখ হাসিনা হারবে। তিনি বা-মা ও পরিবারের ১৮জন সদস্যকে হারিয়ে সুখকে শক্তিকে রুপান্তরিক করে বাংলাদেশের মানুষের দোয়া ভালোবাসা নিয়ে, বাবার স্বপ্নকে বাস্তবায়নের জন্য ও বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখিয়েছিলেন অর্থনৈতিক মুক্তি, অন্ন, বস্ত্র, বাসস্থান, ক্ষুধা, দারিদ্রমুক্ত বাংলাদেশ হবে, বিশ্বের দরবারে বাংলাদেশ মর্যাদাশীল হবে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ার লক্ষে জীবনের সব কিছু বিসর্জন দিয়ে যে দেশটা ছিল সন্ত্রাসের রাজত্ব, পাঁচ পাঁচবার দুর্নিতীতে চাম্পিয়ন ছিল সেই দেশটার হাল ধরে বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাঁডানোর জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন, সেই নেত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, মহিলালীগে কোন সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডাবাজ, মাদক ব্যবসায়ী থাকবে না। যা বিএনপির সময় বিএনপির দলে ছিল। এই কারনে বাংলাদেশ আওয়ামী লীগকে দেশের ৭০ ভাগ মানুষ পছন্দ করে নৌকা মার্কায় ভোট দেয়। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে এই ধারা অব্যাহত রাখতে সকল নেতাকর্মীর পাশাপাশি সাধারন মানুষের প্রতি আহ্বান জানা তিনি। সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, আত্রাই-রানীনগর উপ-নির্বাচনে নৌকার প্রার্থী আনোয়ার হোসেন হেলাল, মহিলা লীগের সভাপতি পারভীন আকতার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায় প্রমুখ বক্তব্য রাখেন।
×