ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাদ্য নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ওয়ার্কার্স পার্টির

প্রকাশিত: ১৭:১১, ১ অক্টোবর ২০২০

খাদ্য নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ওয়ার্কার্স পার্টির

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চালের মূল্যবৃদ্ধি রোধ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতসহ ৮ দফা দাবি জানিয়েছে ওয়ার্কার্স পার্টি রাজশাহী জেলা ও মহানগর নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী খাদ্য অফিস ঘেরাও করে খাদ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপি দেয়ার আগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল। সমাবেশে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা, ওয়ার্কার্স পার্টির মহানগর সম্পাদকম-লীর সদস্য আবদুল মতিন, নাজমুল করিম অপু, মনিরুজ্জামান মনির, ছাত্রমৈত্রীর মহানগর সাধারণ সম্পাদক সম্রাট রায়হান। বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ চালকল মালিকদের সিন্ডিকেটের কাছে বন্দি হয়ে গেছে। দেশীয় কালোবাজারী মজুদদার অপশক্তি বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে দাম বৃদ্ধি করে অমানবিকতার পরিচয় দিয়েছে। বক্তারা আরও বলেন, কোভিড-১৯ বিশ্বব্যাপী মানুষের জীবনকে বিপর্যস্ত করে ফেলেছে। দেশে করোনা ভাইরাসের কারণে খাদ্যাভাব দেখা দিয়েছে। এর পিছনে দায়ি চালের মূল্যবৃদ্ধির সেই সিন্ডিকেট। এই সিন্ডিকেটকে দমন করার আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে খাদ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। স্মারকলিপিতে আট দফা দাবিও তুলে ধরা হয়েছে। দাবিগুলো হল- চালকল মালিকদের চুক্তিমত চাল দিতে বাধ্য করা, মজুত বিরোধী আইন প্রয়োগ, চালের বাজারে সক্রিয় সিন্ডিকেট কঠোরহস্তে দমন, কৃষকদের উপযুক্ত মূল্য ও ধান চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ, উপজেলায় প্যাডিসাইলো নির্মাণ, কৃষকদের সাশ্রয়ী সুদে ঋণ, বছরব্যাপী ১০ টাকা কেজি মূল্যে চাল বিতরণ ও সারা দেশে রেশনিং ব্যবস্থা চালু করা।
×