ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মন্ত্রী হাসানাতের রোগমুক্তি কামনায় প্রার্থনা

প্রকাশিত: ১৭:০৫, ১ অক্টোবর ২০২০

মন্ত্রী হাসানাতের রোগমুক্তি কামনায় প্রার্থনা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বঙ্গবন্ধুর ভাগ্নে, সাবেক চীফ হুইপ, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। এতে তার হার্টে দুটি ব্লক ধরা পড়ায় তাৎক্ষনিক ব্লক দুটিতে দুটি রিং বসানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস জানান, স্কয়ার হাসপাতালে সকাল নয়টায় দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের অভিভাবক আবুল হাসনাত আব্দুল্লাহর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। এতে তার হার্টে দুটি ব্লক ধরা পড়ার পর তাৎক্ষনিক দুটি রিং বসানো হয়েছে। বর্তমানে তার অবস্থা অনেকটা ভাল। অপরদিকে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বৃহস্পতিবার বেলা বারোটার দিকে জেলার ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি শান্তনু ঘোষের সভাপতিত্বে প্রার্থনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রণব রঞ্জন দত্ত বাবু, মহানগর পূজা উদ্যাপণ কমিটির সভাপতি নারায়ন দে নারু, মন্দিরের ষ্ট্রাস্টি বোর্ডের সদস্য অমর রায়, শিশির কুমার কুন্ডু, মন্দির পূজা উদ্যাপণ কমিটির সহসভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, শেখর বণিক, সাধারণ সম্পাদক অপু রায়, সহসম্পাদক বিশ্বজিত সরকার বিপ্লব, সজল ঘোষ, সঞ্জয় কুমার পাল প্রমুখ।
×