ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে

প্রকাশিত: ১৪:২৩, ১ অক্টোবর ২০২০

কিশোরগঞ্জে ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে এবার ৫ লক্ষ ৩৩ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৬৬ হাজার শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের ক্যাপসুল, আর ১২-৫৯ মাস বয়সী ৪ লক্ষ ৬৭ হাজার শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল। বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানানো হয়েছে। ওরিয়েন্টেশনে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান জানান, জেলার ১৩টি উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ৩৪৩টি ওয়ার্ডের মোট ২ হাজার ৭৪৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য স্বাস্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী মিলে মোট ৬ হাজার ৭৯৯ জন কাজ করবেন। সভায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান পাওয়ার পয়েন্টের মাধ্যমে ক্যাম্পেইন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। এ সময় জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহীন খান, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, ক্যাপ সভাপতি আলম সারোয়ার টিটুসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন মিডিয়ায় জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, আগামী শনিবার (৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত) ভিটামিন-এ ক্যাম্পেইন হচ্ছে, এ জন্য আগের দিন জুমার সময় জেলার প্রতিটি মসজিদের মাইকে প্রচারণার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও প্রত্যেক নাগরিককে যার যার অবস্থান থেকে এ বিষয়ে দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানানো হয়। নির্ধারিত দিনে কোন শিশু ক্যাম্পেইন থেকে বাদ পড়লে পরবর্তী দিনগুলোতে প্রতিটি এলাকায় খুঁজে খুঁজে বাদপড়া শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উদ্যোগ নেয়া হয়েছে।
×