ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালের সকল থানার মোবাইল নাম্বার পরিবর্তন

প্রকাশিত: ১৩:৫৫, ১ অক্টোবর ২০২০

বরিশালের সকল থানার মোবাইল নাম্বার পরিবর্তন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সারাদেশের ন্যায় বরিশাল মেট্রোপলিটনসহ সকল থানার সরকারি মোবাইল নাম্বার পরিবর্তন হয়েছে। পূর্বের মোবাইল নাম্বার পরিবর্তন করে বৃহস্পতিবার থেকে একযোগে নতুন এক সিরিজের মোবাইল নাম্বার পেয়েছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ থানার অফিসার ইনচার্জ এবং ওসি (তদন্ত)। মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, জনগণকে দ্রুত সময়ে কাঙ্খিত সেবা নিশ্চিত করতে আইজিপি থেকে শুরু করে বাংলাদেশ পুলিশের সদস্যদের মোবাইল ফোন একই সিরিজের আওতায় আনতে পুরাতন নাম্বার পরিবর্তন করা হয়েছে। একইসাথে নতুন নাম্বার দেয়া হয়েছে। উপ-পুলিশ কমিশনার আরও জানান, বাংলাদেশ পুলিশের কমিউনিকেশন সিস্টেমকে একই প্লাটফর্মে নিয়ে আসার জন্যই নতুন মোবাইল নাম্বার দেয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশকে একই সিরিজের তিন লাখ মোবাইল ফোন সংযোগ দেয়া হয়েছে। সূত্রমতে, বিএমপি পুলিশের গুরুত্বপূর্ন পরিবর্তিত নাম্বার সমুহ হচ্ছে-পুলিশ কমিশনার: ০১৩২০-০৬৪০০০, অতিরিক্ত পুলিশ কমিশনার (হেডকোয়ার্টাস) ০১৩২০-০৬৪০০৫, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) ০১৩২০-০৬৪০০৬, উপ-পুলিশ কমিশনার (সদর দফতর) ০১৩২০-০৬৪০২০, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিষ্টিকস) ০১৩২০-০৬৪০২২, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড প্রসিকিউশন) ০১৩২০-০৬৪৩৯০, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) ০১৩২০-০৬৪৫৩০, উপ-পুলিশ কমিশনার (ডিবি) ০১৩২০-০৬৫১১০, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ০১৩২০-০৬৫৪৪০, উপ-পুলিশ কমিশনার (উত্তর) ০১৩২০-০৬৫৫৫০, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ০১৩২০-০৬৪৬৭০।
×