ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আজ ঢাকা থেকে বিদায় নিচ্ছেন রিভা গাঙ্গুলী

প্রকাশিত: ০০:৩৩, ১ অক্টোবর ২০২০

আজ ঢাকা থেকে বিদায় নিচ্ছেন রিভা গাঙ্গুলী

জনকণ্ঠ ডেস্ক ॥ দেড় বছর দায়িত্ব পালন শেষে ঢাকা থেকে বিদায় নিচ্ছেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস। ঢাকায় দায়িত্ব পালনকালে বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে গেছেন তিনি। বৃহস্পতিবার তিনি ঢাকা ছাড়ছেন। খবর বাংলানিউজের। ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ঢাকা থেকে বিদায় নেয়ার পরে যোগ দেন রিভা গাঙ্গুলী দাস। তিনি গত বছর ১ মার্চ ঢাকার ভারতীয় মিশনে হাইকমিশনার হিসেবে যোগ দেন। তবে রিভা গাঙ্গুলী ঢাকায় নতুন ছিলেন না। এর আগেও তিনি ঢাকায় দায়িত্ব পালন করে গেছেন। বাংলাদেশের সংস্কৃতি-ইতিহাস তার খুব ভাল করেই জানা ছিল। সে কারণে ঢাকায় দায়িত্ব পালন করাও তার জন্য ছিল অনেকটাই সহজ। রিভা গাঙ্গুলী ঢাকায় দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে সোনালি সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে গেছেন। রিভার ঢাকায় দায়িত্ব পালনের সময় মে মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দেন ড. এস জয়শঙ্কর। আর সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশ সফর করেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে সেটাই ছিল জয়শঙ্করের প্রথম বিদেশ সফর। রিভা গাঙ্গুলীর দায়িত্ব পালনের শেষ সময়ে চলতি বছর ১৮ আগস্ট ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ঢাকা থেকে বিদায় নেয়ার দুইদিন আগেই বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক সভা (জেসিসি) অনুষ্ঠিত হয়েছে। জেসিসি সভা অনেক দিন ধরে ঝুলে থাকলেও তিনি বিদায় নেয়ার আগেই দুই দেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সভাটি অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় দুই দেশের মধ্যে ২৮টি যৌথ ঘোষণা এসেছে। আর এই সভা আয়োজনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রিভা গাঙ্গুলী বাংলা ভাষা জানেন। সে কারণে বাংলাদেশের মানুষের কাছে সহজেই পৌঁছাতে পেরেছেন তিনি। ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘গত বছরের মার্চে বাংলাদেশে এসেছি। এখানে কেউ এলে গভীর সম্পর্ক হয়ে যায়। এখানে এলে বাংলাদেশের সঙ্গে যে বন্ধুত্ব ও আতিথেয়তা পাই, পৃথিবীর কোন জায়গায় সেটা আমরা আর পাই না। এটা অতুলনীয়। আমি আপনাদের মিস করব। ’ ঢাকায় আসছেন বিক্রম দোরাইস্বামী ॥ রিভা গাঙ্গুলী বিদায় নেয়ার পর ঢাকায় আসছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে ইতোমধ্যেই বিক্রম দোরাইস্বামীর নাম ঘোষণা করা হয়েছে। তিনি আগামী ৫ অক্টোবর ঢাকায় এসে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এরপর ৮ অক্টোবর তিনি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন।
×