ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইপিএল ॥ অবিশ্বাস্য রাবাদা যেখানে মালিঙ্গার চেয়ে এগিয়ে

প্রকাশিত: ২৩:৩৭, ১ অক্টোবর ২০২০

আইপিএল ॥ অবিশ্বাস্য রাবাদা যেখানে মালিঙ্গার চেয়ে এগিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ইতিহাসে সর্বোচ্চ ১৭০ উইকেটের মালিক লাসিথ মালিঙ্গা। পারিবারিক কারণে আমিরাতে এবারের আসরে নেই লঙ্কান কিংবদন্তি পেসার। তবে একটা জায়গায় মালিঙ্গাকেও ছাড়িয়ে গেছেন কাগিসো রাবাদা। আইপিএলে টানা দশ ম্যাচে কমপক্ষে ২টি করে উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকান এ পেসার। পরশু ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১৫ রানে হেরে যাওয়া ম্যাচে ২১ রান দিয়ে ২ উইকেট নেন রাবাদা। তার আগে দিল্লী ক্যাপিটালসের টানা দুই জয়ে তার শিকার ২/২৮ ও ৩/২৬। ২০১৯ আইপিএল শেষ করেছিলেন টানা সাত ম্যাচের প্রতিটিতে দুটির বেশি উইকেট নিয়ে। গতবার মাত্র ১২ ম্যাচেই দ্বিতীয় সর্বোচ্চ ২৫ উইকেট তুলে নেয়া সেনসেশনাল প্রোটিয়া পেসার এবার যেন সেখান থেকেই শুরু করেছেন। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এর আগে টানা ৮ ম্যাচে কমপক্ষে দুটি করে উইকেট নেয়ার রেকর্ড ছিল মালিঙ্গার। এবার নতুন মাইলফলক গড়েছেন রাবাদা। ২০১৯-২০ মিলিয়ে দিল্লীর হয়ে নিজের শেষ ১০ ইনিংসে রাবাদার বোলিং দেখুনÑ ২/২১ (হায়দরাবাদ), ৩/২৬ (চেন্নাই), ২/২৮ (পাঞ্জাব), ২/৩১ (ব্যাঙ্গালুরু), ২/৩৭ (রাজস্থান), ২/২৩ (পাঞ্জাব), ২/৩৮ (মুম্বাই), ৪/২২ (হায়দরাবাদ), ২/৪২ (কলকাতা) এবং ৪/২১ (ব্যাঙ্গালুরু)। এই দশ ম্যাচে তার মোট শিকার সংখ্যা ২৫। আইপিএলে আরও দারুণ দুটি কীর্তি নিজের করে রেখেছেন রাবাদা। ইতিহাসের সেরা বোলিং গড় (১৬.৬) এবং সেরা স্ট্রাইকরেটও (১২.৬৮) তার দখলে। ‘পার্পল ক্যাপ ধরে রাখার বিষয়ে আমি বলতে পারব না। আজকের পিচটা (আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম) দ্বৈত আচরণের ছিল। যে কারণে শর্ট লেন্থে বোলিং করা ভাল বুদ্ধি ছিল। কন্ডিশনের কথাও মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে স্লোয়ার এখানে কাজ করে কি না। অনেক ক্যাচ মিস হয়েছে। যদিও আমি আমার হাতেরগুলো ধরেছি!’ বলেন রাবাদা।
×