ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক বছরের শিশু রোজার চিকিৎসায় প্রয়োজন দুই লাখ টাকা, সহায়তা করুন

প্রকাশিত: ২৩:১৫, ১ অক্টোবর ২০২০

এক বছরের শিশু রোজার চিকিৎসায় প্রয়োজন দুই লাখ টাকা, সহায়তা করুন

স্টাফ রিপোর্টার ॥ এক বছরের শিশু রাইশা জান্নাত রোজার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে নিউরো সমস্যায় ভুগছে। অস্বাভাবিক মাথার আকৃতি এবং মাথার ভারে সে চোখে দেখতেও পারে না। সারাক্ষণ যন্ত্রণায় ছটফট করে। ঠিকমতো খেতেও পারে না। মাথার পেছনে ঘা দেয়া দিয়েছে। জরুরী ভিত্তিতে অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডাঃ হাবিবুর রহমান। এজন্য প্রয়োজন দুই লাখ টাকা। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। কুড়িগ্রাম সদর পৌরসভার জিগাবাড়ীঘাট গ্রামে তাদের বাড়ি। শিশুটির পিতা রফিকুল ইসলাম একজন কাঠমিস্ত্রি। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। বর্তমান টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, শিশু রাইশা জান্নাত রোজার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭৩৫৮৮৪৩৩৪ (বিকাশ)। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×