ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকার ঐতিহ্য রক্ষায় পুরান ঢাকার লালকুঠিকে পুনরুদ্ধার করা হবে ॥ তাপস

প্রকাশিত: ২৩:০৫, ১ অক্টোবর ২০২০

ঢাকার ঐতিহ্য রক্ষায় পুরান ঢাকার লালকুঠিকে পুনরুদ্ধার করা হবে ॥ তাপস

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার ঐতিহ্য রক্ষায় পুরান ঢাকার লালকুঠিকে পুনরুদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার দুপুরে রাজধানীর লালকুঠি ৪৩নং ওয়ার্ডের লালকুঠি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। পরিদর্শনকালে ডিএসসিসি মেয়রের সঙ্গে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তা এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
×