ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সাড়ে ৭ ঘণ্টা সড়ক অবরোধ

প্রকাশিত: ২৩:০৪, ১ অক্টোবর ২০২০

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সাড়ে ৭ ঘণ্টা সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া এক পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ভাতাসহ পাওনাদি পরিশোধের দাবিতে বুধবার বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুর হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় সাড়ে ৭ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। কারখানার জিএম (প্রশাসন ও মানবসম্পদ) সৈয়দ মাহমুদ ফয়সাল জানান, বিশ^ব্যাপী করোনা পরিস্থিতিতে ক্রয়াদেশ না থাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের বাদে কলমেশ^র এলাকাস্থিত ক্রিয়েটিভ গ্রুপের ব্যান্ডো ফ্যাশন কারখানাটি ঈদের ছুটির একদিন পর গত ১২ আগস্ট বন্ধ ঘোষণা করা হয়। এ কারখানায় প্রায় দুই হাজার শ্রমিক রয়েছে। কারখানা বন্ধের নোটিসের প্রেক্ষিতে ১২ আগস্ট শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
×