ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩০ শতাংশ মানুষ হোমিওপ্যাথির ওপর আস্থা রাখে

প্রকাশিত: ২৩:০০, ১ অক্টোবর ২০২০

৩০ শতাংশ মানুষ হোমিওপ্যাথির ওপর আস্থা রাখে

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বের বিভিন্ন দেশে হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যাপক উন্নতি হয়েছে। সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশে এই চিকিৎসা ব্যবস্থা অবহেলিতই রয়ে গেছে। সহজলভ্যতা ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন হওয়ায় দেশের ৩০ শতাংশ মানুষ হোমিওপ্যাথিক চিকিৎসার ওপর আস্থা রাখেন। এই চিকিৎসা শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে জাতীয় স্বাস্থ্য বাজেটের ন্যূনতম ৩০ শতাংশ বরাদ্দ রাখা দরকার। সরকার ও বোর্ড স্বীকৃত বেসরকারী হোমিও মেডিক্যাল কলেজ ও হাসপাতালসমূহকে এমপিওভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। করোনা মোকাবেলায় হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
×