ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা পেতে বাধা নেই ॥ ডিকসন

প্রকাশিত: ২২:৫৮, ১ অক্টোবর ২০২০

খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা পেতে বাধা নেই ॥ ডিকসন

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্যের ভিসা পেতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কোন বাধা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। তিনি বলেন, বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে খালেদা জিয়া যুক্তরাজ্যে চিকিৎসা নিতে চাইলে আমরা ব্যবস্থা করে দিতে পারি। বুধবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ভার্চুয়াল টকে তিনি এ কথা জানান। ডিকাব টকে আরও অংশ নেন সংগঠনের সভাপতি আঙ্গুর নাহার মন্টি, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান। সাময়িক মুক্তিতে থাকা ২ মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা পাবেন কিনা এমন এক প্রশ্নের উত্তরে ডিকসন বলেন, খালেদা জিয়ার পরিবার যুক্তরাজ্যে আছে। খালেদা জিয়ার ভিসা পেতে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোন বাধা নেই। এ ক্ষেত্রে আমরা সানন্দে রাজি। নাগরিকত্ব ফিরিয়ে দেয়াই রোহিঙ্গা সঙ্কটের সমাধান ॥ মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর নাগরিকত্ব ফিরিয়ে দেয়াই এই সঙ্কটের সমাধান বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। ডিকাব টকে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ব্রিটেন রোহিঙ্গা সঙ্কট সমাধানে সব সময় বাংলাদেশকে সমর্থন করে যাবে।
×