ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনায় দেশে শনাক্তের হার কমেছে

প্রকাশিত: ২২:৫৭, ১ অক্টোবর ২০২০

করোনায় দেশে শনাক্তের হার কমেছে

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে, কমেছে রোগী শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩২ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন নতুন ১৪৩৬ জন। এ নিয়ে এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫২৫১ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬৩ হাজার ৪৭৯ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১৭৮৯ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৪৮৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪০৪টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৬৫৫টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৭১ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৭৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ। বুধবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৪ জন পুরুষ ও আটজন নারী। তাদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন এবং ৬০ বছরের বেশি বয়সী ২৪ জন রয়েছেন। তাদের বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রামে দুজন, রাজশাহীতে ৪, সিলেটে একজন এবং ময়মনসিংহে একজন রয়েছেন।
×