ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে ৩টি মশার কয়েল তৈরি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, গ্রেফতার ৩

প্রকাশিত: ২১:৪৫, ৩০ সেপ্টেম্বর ২০২০

সিদ্ধিরগঞ্জে ৩টি মশার কয়েল তৈরি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া মাদ্রাসা রোড এলাকায় অভিযান চালিয়ে তিনটি মশার কয়েল তৈরি কারখানার গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানী লিঃ কর্তৃপক্ষ। এ সময় তিনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ জোনের উপ-মহাব্যবস্থাপক মোঃ মফিজুল ইসলাম। কারখানাটি তিনটি হলো- হারুন, প্রিন্স ও আসাদুজ্জামানের মালিকাধীন মশার কয়েল কারখানা। গ্রেফতারকৃতরা হলো- হাবিব, রফিক ও ইব্রাহিম। এ সময় উপস্থিত ছিলেন- র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, তিতাসের নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক মোঃ প্রকৌশলী রবিউল ইসলাম, ব্যবস্থাপক প্রকৌশলী গোলাম মোস্তফা, ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মোঃ শাহিনুজ্জামান, সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন, আফসার উদ্দিন প্রমূখ। তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক গোলাম মোস্তফা বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে এটি আমাদের নিয়মিত অভিযান। উক্ত অভিযানে হারুন, প্রিন্স ও আসাদুজ্জামান মালিকানাধীন তিনটি মশার কয়েল তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ৬টি বার্নারসহ ৫০ ফুট হোস পাইপ জব্দ করা হয়েছে। এ সময় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে। তিনি আরো বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের এই অভিযান অব্যাহত থাকবে।
×