ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা পেতে কোন বাধা নেই- রবার্ট ডিকসন

প্রকাশিত: ১৯:০১, ৩০ সেপ্টেম্বর ২০২০

খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা পেতে কোন বাধা নেই- রবার্ট ডিকসন

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্যের ভিসা পেতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কোন বাধা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। তিনি বলেন বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে খালেদা জিয়া যুক্তরাজ্যে চিকিৎসা নিতে চাইলে আমরা ব্যবস্থা করে দিতে পারি। বুধবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ভার্চুয়াল টকে তিনি এ কথা জানান। ডিকাব টকে আরও অংশ নেন সংগঠনের সভাপতি আঙ্গুর নাহার মন্টি, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান। সাময়িক মুক্তিতে থাকা ২ মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা পাবেন কি না এমন এক প্রশ্নের উত্তরে ডিকসন বলেন, খালেদা জিয়ার পরিবার যুক্তরাজ্যে আছে। খালেদা জিয়ার ভিসা পেতে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনও বাধা নেই। এ ক্ষেত্রে আমরা সানন্দে রাজি। মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর নাগরিকত্ব ফিরিয়ে দেয়াই এই সঙ্কটের সমাধান বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। ডিকাব টকে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ব্রিটেন রোহিঙ্গা সঙ্কট সমাধানে সব সময় বাংলাদেশকে সমর্থন করে যাবে। রবার্ট ডিকসন বলেন, রোহিঙ্গা সঙ্কটের সমাধানের জন্য জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন জরুরি। তিনি বলেন, মিয়ানমার সরকার এবং দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরসার সঙ্গে এখনো রাখাইনে সংঘর্ষ চলছে। তাই রোহিঙ্গাদের ফিরে যাওয়ার জন্য অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়নি। সেখানে এখনো প্রচুর সহিংস ঘটনা ঘটছে। কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলেই রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠী ফিরে যাওয়ার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। স্বেচ্ছায় এবং নিরাপদে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার পেছনে রয়েছে এই জনগোষ্ঠীর পূর্ণ নাগরিকত্ব মর্যাদা ফিরিয়ে দেয়া। ডিকসন বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে গত সপ্তাহে কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছি। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে আবারও ধন্যবাদ। ##
×