ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহীর গীর্জায় তরুণী ধর্ষণ, অভিযুক্ত ফাদার গ্রেফতার

প্রকাশিত: ১৬:২৪, ৩০ সেপ্টেম্বর ২০২০

রাজশাহীর গীর্জায় তরুণী ধর্ষণ, অভিযুক্ত ফাদার গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালার একটি গীর্জায় তিনদিন আটকে রেখে এক আদিবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ফাদার প্রদীপ গ্রেগরীকে গ্রেফতার করেছে র‌্যাব। মামলা দায়েরের পর মঙ্গলবার দিবাগত রাত ১২ টায় রাজশাহী নগরীর বিশপ হাউজ থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে তানোর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। র‌্যাব রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল হোসেন জানান, তাকে গ্রেফতারের পর তানোর থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও ভিকটিমের পরিবার জানায়, গত ২৬ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে মাঠে ঘাস কাটতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি মেয়েটি। সারাদিন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ২৭ সেপ্টেম্বর তানোর থানায় পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়। জিডি করার পর পুলিশ গীর্জা থেকে বন্দি অবস্থায় কিশোরীটিকে মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার করে। এদিকে বিষয়টি মীমাংসার জন্য সোমবারে দুপুরে রাজশাহী ধর্ম প্রদেশের তিনজন প্রতিনিধি স্থানীয় গ্রাম্য প্রধান মাইকেল হেমরণ ও মহেষ মুরমু ও আদিবাসি নেতা কামেল মার্ডীকে নিয়ে সালিসি বৈঠক বসান। সালিসি বৈঠকে তরুণীকে ভরণ পোষণের যাবতীয় খরচ বহন করা হবে বলে সবাই ফাদারের পক্ষে রায় দেন। রাজশাহী র‌্যাবের অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম গণমাধ্যমকে জানান, গ্রেফতার এড়াতে প্রদীপ গ্যাগরী রাজশাহী নগরীর নওদাপাড়া বিশপ হাউসে আশ্রয় নিয়েছিলেন। খবর পেয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। তানোর থানার ওসি রাকিবুল হাসান জানান, গ্রেফতার ফাদারকে ওই মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া শারীরিক পরীক্ষার জন্য ওই কিশোরীকে বুধবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। পুলিশ এনিয়ে আইনত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান ওসি।
×