ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ফেন্সিডিলসহ আটক ২

প্রকাশিত: ১৫:৫৯, ৩০ সেপ্টেম্বর ২০২০

গাজীপুরে ফেন্সিডিলসহ আটক ২

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে ১৪৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আজ বুধবার আটক করেছে র‌্যাব-১’র সদস্যরা। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইলফোন জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো- চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার উজিরপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মোঃ বাবুল (৫০) ও গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন পশ্চিম জয়দেবপুর এলাকার মৃত বাবুল চন্দ্র দাসের ছেলে হৃদয় চন্দ্র দাস (২৮)। র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, চাপাইনবাবগঞ্জ থেকে বিদেশী ফেন্সিডিলের একটি বড় চালান গাজীপুরের চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছে। এ গোপন সংবাদ পেয়ে পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডারের নেতৃত্বে র‌্যাব-১’র সদস্যরা বুধবার ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকার মুক্তাগাছা মেডিক্যাল হলের সামনে অভিযান চালিয়ে ভারতীয় ১৪৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী বাবুল ও হৃদয়কে আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ এক হাজার ২শ’ টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। র‌্যাব কর্মকর্তা আরো জানান, তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে মাদকদ্রব্য আমদানি করে গাজীপুরের বিভিন্নস্থানে বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
×