ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাজীপুর মহানগরের এক লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

প্রকাশিত: ১৪:২১, ৩০ সেপ্টেম্বর ২০২০

গাজীপুর মহানগরের এক লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার ১ লাখ ৯৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ৪ থেকে ১৮ অক্টোবর ৬মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক এডভোকেসী সভায় এ তথ্য জানানো হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডের মধ্যে ১নং ও ৪নং জোনের ২৭টি ওয়ার্ডে ২৬৩টি কেন্দ্রের মাধ্যমে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এ কর্মসূচী বাস্তবায়ন করবে। এক লাখ ৯৩জন শিশুর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৫শ’ শিশুকে নীল রঙের একটি এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৮ হাজার ৫৯৩জন শিশুকে লাল রঙের একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর হবে। বাকী ওয়ার্ডগুলোতে এ কর্মসূচী বাস্তবায়ন করবে গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ। গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে নগর ভবনে অনুষ্ঠিত এ এডভোকেসী সভায় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রহমত উল্লাহ, প্রধান সম্পত্তি কর্মকর্তা নমিতা দে ও স্যানিটেশন কর্মকর্তা মলয় দাস প্রমুখ।
×