ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২৮ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ডিজনির

প্রকাশিত: ১০:৪৫, ৩০ সেপ্টেম্বর ২০২০

২৮ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ডিজনির

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক গণমাধ্যম সংস্থা ওয়াল্ট ডিজনি ২৮ হাজার কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের থিম পার্ক থেকেই বেশি কর্মী ছাঁটাই করা হবে। ডিজনির পক্ষ থেকে বলা হয়, সীমিত সংখ্যক দর্শনার্থী এবং কবে নাগাদ করোনা মহামারি শেষ হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ডিজনির থিমপার্কগুলো। করোনা সংক্রমণের শুরু থেকেই বিশ্বের সকল থিম পার্ক বন্ধ করে দেয় ডিজনি। তবে ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড ছাড়া বিশ্বের সকল থিম পার্ক স্বাস্থ্যবিধি মেনে খুলে দিয়েছে কোম্পানিটি। জানা গেছে, ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে ৬৭ শতাংশই স্থানীয় এবং তারা খন্ডকালীন কর্মী। ডিজনির পার্ক ইউনিটের চেয়ারম্যান জোশ ডি'আমারো বলেন, আমরা আমাদের পার্ক থেকে শ্রমশক্তি হ্রাসের প্রক্রিয়া শুরু করেছি। এটা আমাদের জন্য খুব কঠিন সিদ্ধান্ত ।
×