ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাবিব-ন্যান্সির নতুন গান

প্রকাশিত: ০১:৩০, ৩০ সেপ্টেম্বর ২০২০

হাবিব-ন্যান্সির নতুন গান

সংস্কৃতি ডেস্ক ॥ প্রায় দুই বছর পর একসঙ্গে নতুন গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী হাবিব ও ন্যান্সি। ‘তারারা জানে না সে আলোর ঠিকানা’ নামের এ গানের কথা লিখেছেন মীর শরিফুল করিম শ্রাবণ। ২০১৮ সালের মাঝামাঝি হাবিব ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যান্সি সর্বশেষ একসঙ্গে মৌলিক গানে কণ্ঠ দিয়েছিলেন। গানের শিরোনাম ছিল ‘একটু পাগল না হলে কি’। গীতিকবি আসিফ ইকবালের কথায় গাওয়ার পাশাপাশি গানটির সুর ও সঙ্গীত করেন হাবিব নিজেই। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হাবিরের স্টুডিওতে রেকর্ডিং হয় হাবিব-ন্যান্সি দ্বৈতগান ‘তারারা জানে না সে আলোর ঠিকানা’। ন্যান্সি বলেন, শীঘ্রই আরও দুটি গানে কণ্ঠ দেব। সব গানই প্রকাশ পাবে হাবিব ভাইয়ের এইচডব্লিউ প্রোডাকশনের ব্যানারে। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না। আর আমাদের (হাবিব-ন্যান্সি) জুটির গান নিয়ে নতুন করে বলারও কিছু নাই। এদিকে অনুপম রেকর্ডসে’র ব্যানারে ১০টি গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ন্যান্সি। বিভিন্ন সময়ে অধিক জনপ্রিয়তা পাওয়া সিনেমার গান। এক বছরের মধ্যে গানগুলো প্রকাশ পাবে বলে গায়িকা জানিয়েছেন। ইতোমধ্যে দুটি গান নির্বাচন করা হয়েছে। দুটি গানই শাহনাজ রহমত উল্লাহর কণ্ঠের অধিক জনপ্রিয় সিনেমার গান। এগুলো হচ্ছে- ‘যে ছিল দৃষ্টির সীমানায়’ ও ‘পারি না ভুলে যেতে’।
×