ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হায়দরাবাদের কাছে হেরে গেল দিল্লী

প্রকাশিত: ০১:০৯, ৩০ সেপ্টেম্বর ২০২০

হায়দরাবাদের কাছে হেরে গেল দিল্লী

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) সান রাইজার্স হায়দরাবাদের কাছে হেরে গেল দিল্লী ক্যাপিটালস। মঙ্গলবার রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দিল্লীর বিপক্ষে ১৫ রানের জয় পায় হায়দরাবাদ। টসে জিতে হায়দরাবাদকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দিল্লী ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে সান রাইজার্স হায়দরাবাদ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন জনি বেয়ারস্টো। এছাড়া ডেভিড ওয়ার্নার ৪৫, উইলিয়ামসন ৪১ ও আব্দুল সামাদ করেন ১২ রান। দিল্লী ক্যাপিটালসের পক্ষে কাগিসো রাবাদা ও অমিত মিশ্র দুটি করে উইকেট লাভ করেন। ১৬৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দিল্লী ক্যাপিটালস। শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে ১৪৭ রান করতে সক্ষম হয় দিল্লী। ফলে ১৫ রানে হেরে যায় ক্যাপিটালসরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান আসে শিখর ধাওয়ানের ব্যাট থেকে। এছাড়া ঋষভ পান্থ ২৮, শিমরন হেটমেয়ার ২১, শ্রেয়াস আয়ার ১৭ ও রাবাদা করেন অপরাজিত ১৫ রান। হায়দরাবাদের রশিদ খান চার ওভারে ১৪ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন। এছাড়া ভুবনেশ্বর কুমার দুটি এবং খলিল আহমেদ ও নটরঞ্জন একটি করে উইকেট নেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন হায়দরাবাদের আফগান অলরাউন্ডার রশিদ খান।
×