ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জবি শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০০:৫২, ৩০ সেপ্টেম্বর ২০২০

জবি শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের ¯œাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ নাজমুল হোসেন ও তার পরিবারের বিরুদ্ধে একটি মিথ্যা চুরির মামলা ও বিনা অপরাধে কারাভোগ করানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনা মহামারীতে যখন বাংলাদেশসহ পুরো বিশ্ব আক্রান্ত তখন এই পরিস্থিতিতেও আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা বারবার দেখছি বিভিন্ন জবিয়ানদের পরিবার আশপাশের প্রতিবেশীদের দ্বারা হামলা, মিথ্যা মামলা এবং পরবর্তীতে পুলিশের হয়রানির শিকার হচ্ছেন অনেকে। এমনই এক ঘটনার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৩ ব্যাচের শিক্ষার্থী নাজমুল হোসেন। বোনের শ্বশুর বাড়ি থেকে চাওয়া যৌতুকের প্রতিবাদ করায় সে এখন মিথ্যা চুরি মামলার আসামি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
×