ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবারই শেষ সুযোগ সেরেনার!

প্রকাশিত: ০০:০২, ৩০ সেপ্টেম্বর ২০২০

এবারই শেষ সুযোগ সেরেনার!

ইতিহাস থেকে আর এক পা দূরে সেরেনা উইলিয়ামস। চলতি সপ্তাহেই ঊনচল্লিশ বছরে পা রাখা আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি পাওয়ার টেনিসের রথে চড়ে ইতোমধ্যেই ২৩টি গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পেয়েছেন। আর মাত্র একটি গ্র্যান্ডস্লাম জিতলেই স্বপ্নপূরণ হবে তার। টেনিসের উন্মুক্ত যুগে নারী-পুরুষ মিলিয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড অনেক আগেই নিজের করে নিয়েছেন এই মার্কিন কিংবদন্তি। উন্মুক্ত যুগের সীমারেখা মুছে দিলে সেরেনার সামনে আছেন শুধু মার্গারেট কোর্ট। টেনিস ইতিহাসে কোর্টের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ছোঁয়ার হাতছানি এখন সেরেনার সামনে। আর মাত্র একটি মেজর শিরোপা জিতলেই কোর্টকে ছুঁয়ে ফেলবেন সেরেনা উইলিয়ামস। এই সুযোগ গত কয়েক বছর ধরেই হাতছানি দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্য তার। বারবার তীরে এসে তরী ডুবছে সেরেনার। ২০১৮ সাল থেকেই অপেক্ষা করছেন তার ভক্ত-অনুরাগীরা। একেকটা গ্র্যান্ডস্লামে খেলেন সেরেনা উইলিয়ামস, আর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনাম হয়- মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেলবেন সেরেনা? কিন্তু অস্ট্রেলিয়ান টেনিস কিংবদন্তিকে আর ছোঁয়া হয় না ২৩টি গ্র্যান্ডস্লামের মালিকের। ২৪তম গ্র্যান্ডস্লামের অপেক্ষাটাও তার আর ফুরোয় না। সদ্য সমাপ্ত ইউএস ওপেনেও সুযোগ এসেছিল। কিন্তু হায়! এবারও ফুরোল না। ২০১৭ সালে মা হওয়ার পর টেনিসে ফিরে চারটি গ্র্যান্ডস্লামের ফাইনাল খেলেছেন। শিরোপার কাছাকাছি গিয়েও চারবারই ব্যর্থ সেরেনা এবার তো বিদায় নিয়েছেন ইউএস ওপেনের সেমিফাইনালেই। তাও আবার ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে হেরে। ইউএস ওপেনের পর সেরেনা কোর্টে নামলেন ফ্রেঞ্চ ওপেনে। সোমবার রোঁলা গ্যাঁরোয় প্রথম রাউন্ডের ম্যাচে স্বদেশী ক্রিস্টি এ্যানকে হারিয়েই ২৪তম গ্র্যান্ডস্ল্যাম শিরোপার জয়ের মিশন শুরু করলেন সেরেনা। তবে শুরুটা ভাল ছিল না। প্যারিসে অনুষ্ঠিত ম্যাচটিতে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ান। ৭-৬ (৭-৩), ৬-০ সেটে ম্যাচ নিজের করেন। দ্বিতীয় রাউন্ডে সেরেনার প্রতিপক্ষ আজ বুলগেরিয়ান তারকা স্বেতানা কিরিলোভা পিরনকোভা। সুদীর্ঘ ক্যারিয়ারে তিনবার ফরাসী ওপেনের চ্যাম্পিয়ন হয়েছেন আমেরিকান তারকা। এর আগে ২০০২, ২০১৩ ও ২০১৫ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন সেরেনা। এবার সেই সংখ্যাটাকে চারে নিয়ে যেতে মরিয়া তিনি। পারবেন কী বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান তারকা? পারবেন কী মার্গারেট কোর্টের রেকর্ডে ভাগ বসানোর অবিস্মরণীয় কীর্তি গড়তে? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। সেরেনার মতো জয় দিয়েই ফ্রেঞ্চ ওপেনের মিশন শুরু করেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং সিমোনা হ্যালেপ। টুর্নামেন্ট শুরুর প্রথমদিন বেলারুশ সুন্দরী ৬-১ এবং ৬-২ ব্যবধানে পরাজিত করেন ডানকা কোভিনিচকে। দিনের আরেক ম্যাচে রোমানিয়ার সিমোনা হ্যালেপ ৬-৪ এবং ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন স্পেনের সারা সোরিবেস টোর্মোকে। এছাড়াও প্রথমদিন জয় দিয়ে ফ্রেঞ্চ ওপেনে যাত্রা শুরু করেছেন মারিয়া সাক্কারি, এলিস মার্টেন্স এবং কাইয়া কানেপি। তবে ফ্রেঞ্চ ওপেনের প্রথমদিন কোর্টে প্রচ- ঠা-া ছিল। যে কারণে প্রথম সেটে ২-১ ব্যবধানে এগিয়ে থাকার পর বিতর্ক করে কোর্ট থেকে চেয়ারে চলে যান ভিক্টোরিয়া আজারেঙ্কা। সেখানে গিয়ে জ্যাকেট এবং ল্যাগিংস পরিধান করেন তিনি। পরবর্তীতে কোর্টে নেমে দুর্দান্ত জয় নিয়ে কোর্ট ছাড়েন মন্টেনিগ্রোর ডানকা কোভিনিচের বিপক্ষে। ম্যাচশেষে দারুণ খুশি টুর্নামেন্টের ১০ম বাছাই। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘ম্যাচটা শেষ করতে পেরেছি সে জন্য আমি খুব খুশি। এখন আমি এমন পরিবেশে অন্যরা কিভাবে লড়াই করে সেটা দেখতে পারব।’ সদ্য সমাপ্ত ই্উএস ওপেনের ফাইনাল খেলেছিলেন আজারেঙ্কা। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে জাপানের নাওমি ওসাকার কাছে হেরে যান তিনি। প্যারিসে এমন শুরুতে তাই খুশি আজারেঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেনের সাবেক এই চ্যাম্পিয়ন বলেন, ‘দারুণভাবে শুরু করতে পেরে আমি আনন্দিত। এটা মোটেও সহজ ছিল না, তবে আমার দৃষ্টিটা ঠিক ছিল।’ ২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন সিমোনা হ্যালেপ। এবার তার শিরোপা পুনরুদ্ধারের হাতছানি। চলতি বছরে টেনিস কোর্টে দারুণ খেলছেন রোমানিয়ান তারকা। টানা তিন শিরোপা জয়ের রেকর্ডও গড়েন তিনি। যে কারণে ফ্রেঞ্চ ওপেনেও ফেবারিটের তকমাটা গায়ে মাখান তার। ফরাসী ওপেনের প্রথম রাউন্ডে সারা সোরিবেস টোর্মোকে হারিয়ে শিরোপা পুরুদ্ধারের ইঙ্গিতটাও বেশ ভালভাবে দিলেন সিমোনা হ্যালেপ। ফরাসী ওপেনের দ্বিতীয়দিন জয়ের দেখা পেয়েছেন পেত্রা কেভিতোভা, সারা ইরানি। সোমবার প্রথম রাউন্ডের ম্যাচে টুর্নামেন্টের সপ্তম বাছাই পেত্রা কেভিতোভা ৬-৩ এবং ৭-৫ ব্যবধানে পরাজিত করেন ফ্রান্সের ওসিয়ান দোদিনকে। এদিনও নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ১০০০ সমর্থক খেলা দেখার সুযোগ পায়। যে কারণে ওসিয়ান দোদিনের খেলা সরাসরি দেখতে পারেননি তার অনেক ভক্ত-অনুরাগীই। তবে চেক তারকার বিপক্ষে কোন রকমের অঘটন ঘটাতে পারেননি স্বাগতিক খেলোয়াড় দোদিন। ইতালির সারা ইরানিও খুব সহজে পরাজিত করেন মনিকা পুইগকে। এদিন তিনি ৬-২ এবং ৬-১ ব্যবধানে পরাজিত করেন পুয়ের্তোরিকোর এই তারকা খেলোয়াড়কে। তবে ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন ভেনাস উইলিয়ামস। অখ্যাত এনা কারোলিনা চিমিয়েদলোভার কাছে ৬-৪ এবং ৬-৪ ব্যবধানে হেরে টুর্নামেন্টের প্রথমদিনই বিদায় নিয়ে নেন আমেরিকান তারকা। রোঁলা গ্যাঁরোয় এটা ভেনাসের টানা তৃতীয়বারের মতো প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার ঘটনা। এই হারের পর ভেনাস জানালেন চলতি বছরে আর কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন না। তবে প্রথম রাউন্ডে বড় চমকটা দিলেন কোকো গফ। নিজের ধারাবাহিক পারফর্মেন্স ধরে রেখেছেন আমেরিকান তারকা। মাত্র ১৬ বছর বয়স তার। এই বয়সেই বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন তিনি।
×