ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সহজ জয়ে দ্বিতীয় রাউন্ডে নাদাল, সেরেনার জয়

প্রকাশিত: ২৩:৫৫, ৩০ সেপ্টেম্বর ২০২০

সহজ জয়ে দ্বিতীয় রাউন্ডে নাদাল, সেরেনার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ফরাসী ওপেনে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন আসরের ১২ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও ইউএস ওপেন চ্যাম্পিয়ন ডমিনিক থিয়েম। তবে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন কিছুদিন আগে ইউএস ওপেনের ফাইনালে খেলা দানিল মেদভেদেভ। প্যারিসের রোঁলা গ্যাঁরোয় সোমবার দুই ঘণ্টা পাঁচ মিনিটের লড়াইয়ে র‌্যাঙ্কিংয়ের ৮৩ নম্বর খেলোয়াড় ইগর গেরাসিমভকে ৬-৪, ৬-৪, ৬-২ গেমে হারান স্পেনের রাফায়েল নাদাল। পুরুষ এককে রজার ফেদেরারের সর্বোচ্চ ২০ গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করার লক্ষ্যে থাকা ৩৪ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড পরের রাউন্ডে লড়বেন র‌্যাঙ্কিংয়ের ২১১ নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের বিপক্ষে। একইদিন ক্রোয়েশিয়ার মারিন সিলিচকে ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে হারান থিয়েম। তৃতীয় বাছাই এই অস্ট্রিয়ানের এবারের প্রতিপক্ষ বাছাইপর্ব পেরিয়ে আসা যুক্তরাষ্ট্রের জ্যাক সক। হাঙ্গেরির মার্তন ফুচোভিচের বিরুদ্ধে ৪-৬, ৬-৭ (৩-৭), ৬-২, ১-৬ গেমে হেরে যান চার নম্বর বাছাই রাশিয়ার মেদভেদেভ। মেয়েদের এককে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন গতবারের ফাইনালিস্ট চেক রিপাবলিকের মারকেতা ভন্দ্রওশোভা। নাদাল টুর্নামেন্ট শুরুর আগেই অভিযোগ করেছেন বল এবার বেশি ভারি। মাটির কোর্টেও তুলনামূলক ভারি লাগছে। এতে স্প্যানিশ তারকার বিধ্বংসী টপস্পিন কাজ করছে একটু কম। এ জন্য নিজের খেলায় একটু পরিবর্তন আনতে হয়েছে। স্বাভাবিকের চেয়ে একটু বেশি আক্রমণাত্মক খেলতে হচ্ছে তাকে। ‘আমি ইতিবাচক মানসিকতা নিয়েই ম্যাচ খেলে যেতে চাই। চ্যালেঞ্জিং (শীতল) আবহাওয়ায় এবারের রে্যাঁলাঁ গ্যাঁরো অন্যরকম’- বলছেন নাদাল। দুই সেট পিছিয়ে থেকে তৃতীয় সেটে ব্রেক করে ২-০ করে ফেলেছিলেন গেরাসিমভ। নাদাল আর সময় নেননি নিয়ন্ত্রণ ফিরে পেতে। ৩-২ করে ফেলেন দ্রুতই। চতুর্থ গেমের শেষদিকেই গেরাসিমভের এ্যাঙ্কেল মচকে যায়। ফিজিওথেরাপিস্টের শুশ্রƒষায় খানিক পর খেলায় ফিরে আর দাঁড়াতে পারেননি, হেরে যান। ওই দুটি গেম জিতেই দ্বিতীয় রাউন্ডে উঠে যান নাদাল। সেমিফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ ডমিনিক থিয়েমের দিকে একধাপ এগোলেন। ইউএস ওপেন জিতে আসা থিয়েমকে এবার গুরুত্ব দিতেই হচ্ছে নাদালকে। আগের দু’বার ফাইনালে তাকে উড়িয়ে দিলেও এবার সহজ হবে বলে মনে হয় না। ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে নাদালের জয়ের দিনে মেয়েদের বিভাগে জিতেছেন সেরেনা উইলিয়ামস। স্বদেশী ক্রিস্টি আহনকে হারাতে অবশ্য প্রথম সেটেই টাইব্রেকে জিততে হয়েছে ২৪তম গ্র্যান্ডস্লামের সন্ধানে আসা আমেরিকান তারকাকে। সেরেনা জিতেছেন ৭-৬ (২), ৬-০ গেমে।
×