ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টাইগারদের নিউজিল্যান্ড সফর চূড়ান্ত

প্রকাশিত: ২৩:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০২০

টাইগারদের নিউজিল্যান্ড সফর চূড়ান্ত

সফরের সূচী তারিখ ম্যাচ ভেন্যু ১৩ মার্চ প্রথম ওয়ানডে ডানেডিন ১৭ মার্চ দ্বিতীয় ওয়ানডে ক্রাইস্টচার্চ ২০ মার্চ তৃতীয় ওয়ানডে ওয়েলিংটন ২৩ মার্চ প্রথম টি২০ নেপিয়ার ২৬ মার্চ দ্বিতীয় টি২০ অকল্যান্ড ২৮ মার্চ তৃতীয় টি২০ হ্যামিল্টন স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার শ্রীলঙ্কা সফর স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবারই বাংলাদেশের নিউজিল্যান্ড সফর চূড়ান্ত হয়ে যায়। আগে থেকেই আইসিসির ভবিষ্যত সফরসূচীতে সফর ছিল। এবার দিন-তারিখ নিশ্চিত হলো। আগামী বছর মার্চে তিন ওয়ানডে ও তিন টি২০ খেলতে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফর দিয়েই আগামী বছর বিদেশ সফর শুরু করবে বাংলাদেশ। করোনাকালীন সময় অতিক্রম হওয়ার পর প্রথম বিদেশ সফরও হবে বাংলাদেশের। সূচী অনুযায়ী প্রথমে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। এরপর টি২০ সিরিজ হবে। ২০২১ সালের ১৩ মার্চ ডানেডিনের ওটাগো ওভালের বিশ্ববিদ্যালয় মাঠে প্রথম ওয়ানডে, ১৭ মার্চ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় ওয়ানডে এবং ২০ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের পর ২৩ মার্চনপিয়ারের ম্যাকলিন পার্কে প্রথম টি২০, ২৬ মার্চ অকল্যান্ডের ইডেন পার্কে দ্বিতীয় টি২০ ও ২৮ মার্চ হ্যামিল্টনের সেডন পার্কে তৃতীয় টি২০ অনুষ্ঠিত হবে। এরমধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। সফরে প্রথম ও তৃতীয় ওয়ানডে বাংলাদেশ সময় রাত ৪টায় এবং দ্বিতীয় ওয়ানডে সকাল ৭টায় শুরু হবে। প্রথম ও দ্বিতীয় টি২০ দুপুর ১২টায় এবং তৃতীয় টি২০ সকাল ৭টায় শুরু হবে। এ সফর করতে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে যাবে। ৬টি ভেন্যুতে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে সূচী ঘোষণা করে বিসিবি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও সূচী ঘোষণা করে দেয়। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘মহামারীর সময় সিরিজ আয়োজনের মতো এমন চ্যালেঞ্জিং একটি কাজের জন্য আমি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রশংসা না করে পারছি না। করোনা মহামারীর ভয়াবহতা থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে এই সফরটি বিশেষ তাৎপর্য বহন করবে। সত্যিকার অর্থেই আমরা নিউজিল্যান্ডে খেলতে আগ্রহী। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে সাম্প্রতিক বছরগুলো বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বৈরথ সত্যিই উপভোগ্য হয়ে উঠেছে।’ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড হোয়াইট বলেছেন, ‘পাঁচ-ছয় মাস পরে অনেক কঠিন সময় এবং অনিশ্চয়তা কাটিয়ে আমি সিরিজের ঘোষণা দিতে পেরে উচ্ছ্বসিত। আমাদের সহায়তা করার জন্য নিউজিল্যান্ড সরকারকে ধন্যবাদ। দুটি কারণে সিরিজটি আয়োজন করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা আন্তর্জাতিক ক্রিকেট আমাদের আয়ের উৎস। যে আয় দিয়ে ক্রিকেটের অন্যান্য খরচ চলে। দ্বিতীয়ত ক্রিকেটের যারা ভক্ত আছেন তাদের খেলা দেখার কিছু সুযোগ করে দেয়া।’
×