ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাওল হার্ট সেন্টারে ফ্রি চিকিৎসা পরামর্শ

প্রকাশিত: ২৩:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০২০

সাওল হার্ট সেন্টারে ফ্রি চিকিৎসা পরামর্শ

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সাওল হার্ট সেন্টারের ঢাকা ও চট্টগ্রাম শাখায় একযোগে হৃদরোগীদের জন্য দু’দিনব্যাপী ফ্রি চিকিৎসা পরামর্শ কার্যক্রম শেষ হচ্ছে আজ। ২৯ এবং ৩০ সেপ্টেম্বর সকাল ৮টায় থেকে রাত ৮টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করে প্রতিষ্ঠানটি। কার্যক্রমের আওতায় ‘হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকার এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ’ বিষয়ে বিনামূল্যে সাওলের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিজ্ঞান সম্মত চিকিৎসা পরামর্শ দেন। ঢাকা ও চট্টগ্রামে ৭০০ হৃদরোগী এই ফ্রি চিকিৎসা পরামর্শ নেন। এছাড়া প্রতি শনিবার ‘সাওল অডিটোরিয়ামে’- সাপ্তাহিক ফ্রি হার্ট সেমিনার অনুষ্ঠিত হয়। -বিজ্ঞপ্তি জিএমপিতে নতুন কমিশনার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে মঙ্গলবার যোগ দিয়েছেন খন্দকার লুৎফুল কবির পিপিএম (সেবা)। এর আগে তিনি ২০১৯ সালের ১১ এপ্রিল থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি উত্তর) জাকির হাসান জানান, গত ৩১ আগস্ট গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদায়ন করা হয়। মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে তার স্থলাভিষিক্ত হন খন্দকার লুৎফুল কবির। যোগদানের পরে তিনি মতবিনিময় করেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আজাদ মিয়া, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) কেএম আরিফুল হক ও উপ-পুলিশ কমিশনার শরিফুর রহমান (ক্রাইম) প্রমুখ উপস্থিত ছিলেন।
×