ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষামন্ত্রী নিয়ে অপপ্রচার, দুই শিক্ষকের এমপিও স্থগিত

প্রকাশিত: ২৩:৪৫, ৩০ সেপ্টেম্বর ২০২০

শিক্ষামন্ত্রী নিয়ে অপপ্রচার, দুই শিক্ষকের এমপিও স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিকে নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই শিক্ষকের এমপিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একইসঙ্গে স্থায়ীভাবে এমপিও বাতিলের উদ্যোগ নেয়া হয়েছে। কেন দুই শিক্ষকের এমপিও স্থায়ীভাবে বাতিল করা হবে না, তা সাতদিনের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো দুই শিক্ষক হচ্ছেন-চাঁদপুর জেলার সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জাহাঙ্গীর হোসেন ও কম্পিউটার বিষয়ের প্রভাষক নোমান সিদ্দিকী। গত ৩ সেপ্টেম্বর এই দুই শিক্ষকের এমপিও বন্ধ করার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। একইসঙ্গে কেন তাদের এমপিও স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে মর্মে কারণ দর্শাতেও বলা হয়েছিল।
×