ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাবি ছাত্রলীগের বিবৃতি

স্বাধীনতাবিরোধী শক্তির মুখপাত্রে পরিণত হয়েছে ছাত্র ইউনিয়ন

প্রকাশিত: ২৩:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০২০

স্বাধীনতাবিরোধী শক্তির মুখপাত্রে পরিণত হয়েছে ছাত্র ইউনিয়ন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ধর্ষিত হওয়ার ঘটনায় আশ্চর্যজনকভাবে নীরব থেকে ঢাবি শাখা ছাত্র ইউনিয়ন ধর্ষকদের পক্ষে তাদের সাংগঠনিক অবস্থান প্রমাণ করেছে। পাশাপাশি ধর্ষকদের সঙ্গে নিজেদের রাজনৈতিক মিত্রতাকে তারা ধর্ষিতার আর্তনাদ থেকে অধিক গুরুত্ব দিয়েছে। যা এই সংগঠনের দেউলিয়াত্ব প্রমাণ করে। সোমবার রাতে ঢাবি ছাত্রলীগের এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়। এর আগে ছাত্র ইউনিয়নের ঢাবি সংসদের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ধর্ষণ-নিপীড়নের বৈধতা দানকারী ছাত্রলীগ সভাপতি সঞ্জিতকে ঢাবি ক্যাম্পাসে দেখতে চায় না শিক্ষার্থীরা।’ যৌথ বিবৃতিতে ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি সাখাওয়াত ফাহাদ ও সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, ‘রবিবার সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এক বক্তৃতায় ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ‘স্বাধীনতাবিরোধী ছাড়া অন্য কোন নারী যদি নির্যাতনের শিকার হয়...তা প্রতিহত করব’ এমন একটা বক্তব্য দিয়েছেন। আমরা মনে করি, এই বক্তব্য ছাত্রলীগকর্মীদের হাতে ক্রমাগত ঘটে চলা ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাকে বৈধতা দেয়ার অপচেষ্টা মাত্র।” তারা বলেন, “স্বাধীনতার ৪৯ বছর পর নির্যাতনের শিকার নারীর মধ্যে ‘স্বাধীনতাবিরোধী’ খোঁজার মাধ্যমে সঞ্জিত তার সংগঠনের নারী নিপীড়কদের বাঁচানোর অপপ্রয়াস করছেন। এদিকে ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের একটি বক্তব্যকে হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশেই কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যমূলকভাবে রং মাখিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করে ঢাবি ছাত্রলীগ। ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়, ‘এই ঘটনা ছাত্র ইউনিয়নের গৌরবজনক ঐতিহাসিকতার হতাশাজনক পরিণতি।
×