ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলেজ ছাত্রাবাস বন্ধ ও নিরাপত্তা জোরদারের নির্দেশ

প্রকাশিত: ২৩:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০২০

কলেজ ছাত্রাবাস বন্ধ ও নিরাপত্তা জোরদারের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ দেশের সকল সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাস বন্ধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে জরুরী নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। মঙ্গলবার মাউশির উপ-পরিচালক (কলেজ-১) প্রফেসর শাহ মোঃ আমির আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে ৯টি নির্দেশনা দিয়ে বলা হয়েছে, বিশ্বব্যাপী নোভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৮ মার্চ থেকে অদ্যাবধি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ। প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার ফলে কলেজ ক্যাম্পাসগুলোতে নিরাপত্তা বজায় রাখাসহ কলেজের সব সরকারী সম্পদ ও সরঞ্জামের সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে প্রতিষ্ঠান প্রধানদের তৎপর থাকতে হবে। দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকা কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা এবং সুরক্ষাসহ সরকারী নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ জরুরী ভিত্তিতে বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠান প্রধানদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পদক্ষেপের মধ্যে আছে- অনলাইন ক্লাস কার্যক্রম চালু রাখতে হবে এবং আঞ্চলিক পরিচালককে ক্লাস গ্রহণের তথ্য প্রদান করতে হবে।
×