ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ২৩:২৬, ৩০ সেপ্টেম্বর ২০২০

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনার উপসর্গ জ্বর, সর্দিকাশি, শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় চট্টগ্রামে দুজন, সিলেটে দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে চট্টগ্রামে ৪৮ জন, সিলেট বিভাগে ৩৯ জন, ঝালকাঠিতে চারজন, নওগাঁয় তিনজন, গাইবান্ধায় তিনজন ও মাগুরায় তিনজন আক্রান্ত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাতে মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে তার মৃত্যু হয়। মৃত ওই বৃদ্ধ হলেন সাতক্ষীরা সদর উপজেলার তালতলা মাগুরা গ্রামের মৃত আকবর আলীর ছেলে সিরাজুল ইসলাম (৭৫)। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার পর্যন্ত মারা গেছেন ১০৬ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩১ জন।
×