ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুস্থতার হার বাড়ছে ভারতে

প্রকাশিত: ২৩:২৩, ৩০ সেপ্টেম্বর ২০২০

সুস্থতার হার বাড়ছে ভারতে

জনকণ্ঠ ডেস্ক ॥ মহামারী করোনাভাইরাসের প্রথম ধাক্কা সামলে যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিশ্ব। তার আগমুহূর্তে দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এরইমধ্যে দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল। এদিকে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত বিশ্বজুড়ে মারা গেছেন ১০ লাখ ৯ হাজার ৫১২ জন। আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩৭ লাখ ৩২ হাজার ১৩৮ জন। সুস্থ হয়ে উঠেছেন দুই কোটি ৫০ লাখ ২৭ হাজার ২৮২ জন। খবর বিবিসি, সিএনএন, রয়টার্স, আলজাজিরা, এনডিটিভি ও সিনহুয়ার। ভারতে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমতে দেখা গেছে। অপরদিকে, দেশটিতে ২৪ ঘণ্টায় সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭০ হাজার ৫৮৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৭৬ জনের। গত ২৮ দিনের মধ্যে এই সংখ্যা ছিল সর্বনিম্ন। অর্থাৎ সরকারী হিসাব অনুযায়ী, দৈনিক সংক্রমণ এবং মৃত্যু উভয়ই কমেছে। এদিকে, দেশটিতে একদিনেই সুস্থ হয়ে উঠেছে ৮৪ হাজার ৮৭৭ জন। কয়েকদিন ধরেই ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি। নেদারল্যান্ডসে নতুন নিয়ম ॥ সারাবিশ্বেই করোনা এক ভয়াবহ সঙ্কট তৈরি করেছে। এর মধ্যেই অনেক দেশেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। ফলে নতুন করে আবারও বিধি-নিষেধ জারি করতে বাধ্য হচ্ছে বিভিন্ন দেশের প্রশাসন। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে নতুন নিয়ম জারি করেছে নেদারল্যান্ডস। দেশটিতে প্রথমবারের মতো লোকজনকে শপিংমল ও বাজারের কেনাকাটার সময় মাস্ক ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।
×