ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌদিগামীদের দুর্ভোগ

প্রকাশিত: ২০:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০২০

সৌদিগামীদের দুর্ভোগ

করোনার কারণে স্বদেশে আটকেপড়া সৌদি প্রবাসী শ্রমিকদের কর্মস্থলে ফেরার সঙ্কট এখনও পুরোপুরি দূর না হওয়ার বিষয়টি অস্বস্তিকর। যদিও সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আন্তরিকতার সঙ্গেই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবুও উদ্বেগে দিন কাটাচ্ছেন প্রবাসীরা। তাদের মানসিক অবস্থা না বোঝার কিছু নেই। দীর্ঘকাল কর্মহীন ও উপার্জনহীন থাকার কারণে প্রত্যেকেরই পরিবারে অস্বস্তি ও বিপন্নতা নেমে এসেছে। এক পর্যায়ে কাজে যোগদানের সময়সীমা শেষ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল তাদের। যা হোক সৌদি সরকার বাস্তব পরিস্থিতি বিবেচনায় ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। আকামার মেয়াদ বাড়ানো হয়েছে কিছুদিন। জেদ্দার উদ্দেশে ছেড়ে যেতে শুরু করেছে সৌদিয়া এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট। স্বাস্থ্যবিধির কারণে যেতে না পারা অনেকে শেষ পর্যন্ত যেতে পারছেন। তবে শুধু জেদ্দার ফ্লাইট পরিচালিত হওয়ায় মদিনার যাত্রীরা কিছুটা বিপাকে পড়েছেন। এজন্য তাদের জেদ্দা থেকে মদিনা যেতে আবার গুনতে হবে কয়েক শ’ রিয়াল। মনে রাখতে হবে দেশের শ্রমিকদের জন্য করোনায় বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে বিদেশের শ্রমবাজারের সার্বিক পরিস্থিতিকে। বিভিন্ন দেশে লকডাউন, জরুরী অবস্থার কারণে শিল্প-কারখানা, সেবা ও নির্মাণ খাত বন্ধ হওয়ায় কাজ হারিয়েছেন অনেক বাংলাদেশী অভিবাসী। গত পাঁচ মাসে দেশে ফিরতে বাধ্য হয়েছেন সোয়া লাখের বেশি কর্মী। ফেরার অপেক্ষায় রয়েছেন প্রায় ২ লাখ। অন্যদিকে করোনার আগে বিভিন্ন সময় ছুটিতে দেশে এসে আটকা পড়েছেন প্রায় ২ লাখ কর্মী। সব মিলিয়ে বলা যায়, এই মুহূর্তে ৫ লক্ষাধিক শ্রমিক কর্মহীন রয়েছেন। শ্রমবাজার বন্ধ থাকায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ হারিয়েছেন নতুন করে আরও প্রায় ৩ লাখ মানুষ। আমরা আগেও বলেছি উদ্ভূত পরিস্থিতিতে দেশে কর্মসংস্থান বাড়ানোর বিকল্প নেই। পাশাপাশি সরকারের কূটনৈতিক প্রচেষ্টা জোরালো করার উদ্যোগ নিতে হবে। এখন শ্রমবাজার ধরে রাখাটাই চলতি বছরের জন্য আরাধ্য কাজ। বিদেশে প্রায় ১ কোটির বেশি অভিবাসী রয়েছেন। তারা যেন চাকরি না হারান, সেজন্য সরকারের কূটনৈতিক উদ্যোগ গ্রহণের কোন বিকল্প নেই। এক্ষেত্রে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বড় ভূমিকা পালন করতে হবে। সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো দেশগুলোকে মনে করিয়ে দিতে হবে যে, তাদের উন্নয়নে বাংলাদেশী কর্মীদের শ্রম রয়েছে। সৌদি আরবগামী বিমানের টিকেট ও টোকেন নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির অবসান কাম্য। সৌদিয়া কর্তৃপক্ষ নতুন করে কয়েকদিন পর থেকে টোকেন দেবে। ইতোমধ্যে ভিসা নবায়নের জন্য সরাসরি দূতাবাসে যাওয়ার নিয়ম সৌদি দূতাবাস স্থগিত করায় সুবিধা হয়েছে। তবে নির্দিষ্ট এজেন্সিসমূহের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। এক্ষেত্রে কোন জটিলতা তৈরি যাতে না হয় সেজন্য সংশ্লিষ্টরা সুনজর দেবেন নিশ্চয়ই। আটকেপড়া সৌদি প্রবাসী শ্রমিকদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আরও সক্রিয়তা কাম্য ছিল। তবে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা থেমে নেই। দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চলাচলের অনুমতি দিতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে তিনি আকামার মেয়াদ ও ভিসা দেয়ার মেয়াদ বাড়ানোর জন্য সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানান। দেশবাসীর প্রত্যাশা- সব সঙ্কট কেটে যাক, সৌদি আরবে প্রবাসীদের কর্মজীবনে সুবাতাস ফিরে আসুক।
×