ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে লাইসেন্সবিহীন ভাবে চা প্যাকেটজাত করায় জরিমানা

প্রকাশিত: ১৮:১৮, ২৯ সেপ্টেম্বর ২০২০

পঞ্চগড়ে লাইসেন্সবিহীন ভাবে চা প্যাকেটজাত করায় জরিমানা

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে লাইসেন্সবিহীন চা প্যাকেটজাত করার অপরাধে মিরপুরী টি হাউজের সত্বাধিকারী ফজলুল হককে ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের শেখের হাট এলাকায় মিরপুরী টি হাউজের প্যাকেটজাত কারখানায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক পরেশ চন্দ্র বর্মন। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় এই দণ্ডাদেশ দেন তিনি। জানা গেছে, চা প্যাকেটজাত করে ব্যবসা করতে চা বোর্ড থেকে খুচরা-পাইকারী, বিডার ও ব্লেন্ডার লাইসেন্স নিতে হয়। কিন্তু মিরপুরী টি হাউজের খুচরা-পাইকারী লাইসেন্স থাকলেও বিডার ও ব্লেন্ডার নেই। আর এসব ছাড়াই গত চার বছর ধরে চা প্যাকেটজাত করে ব্যবসা করছে ফজলুল। খবর পেয়ে জেলা ভোক্তা-অধিকার মঙ্গলবার এই অভিযার পরিচালনা করে তাকে জরিমানা করেন।
×