ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার খালেদা ফোবিয়ায় ভুগছে- নজরুল

প্রকাশিত: ১৭:২৭, ২৯ সেপ্টেম্বর ২০২০

সরকার খালেদা ফোবিয়ায় ভুগছে- নজরুল

স্টাফ রিপোর্টার ॥ সরকার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ভয় পায় বলে মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এ সরকার খালেদা জিয়া ফোবিয়ায় ভুগছে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নজরুল ইসলাম খান বলেন, সরকার শুধু করোনা নয়, বিভিন্ন ভাইরাসে আক্রান্ত মন্তব্য করে লজ্জা ঢাকতে তাদের তিনটি মাস্ক মুখে দেয়ার পরামর্শ দিচ্ছি। দেশে প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে দুর্নীতি-অনাচার ছড়িয়ে পড়েছে সেই ভাইরাস থেকে বাঁচার জন্য সরকারের লোকজন যারা রাজনৈতিক দল করেন তাদের উচিত দুর্নীতি বিরোধী আরেকটা ভাইরাস প্রতিরোধকারী মাস্ক পরা। জিয়াউর রহমানের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ক্ষমতাসীনরা ইনডেমনিটি যে নাটক তৈরি করা হয়েছে তার সমালোচনা করে নজরুল বলেন, জিয়াউর রহমানের একজন কর্মী হিসেবে বলতে চাই, আপনারা তো কিছুই না, আপনাদের থেকে কত বড় বড় নেতারা, বছরের পর বছরের জিয়া সম্পর্কে খালেদা জিয়া সম্পর্কে তারেক রহমান সম্পর্কে কত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কি লাভ হয় তাতে? আসলে এতে প্রতিহিংসা প্রকাশ করা ছাড়া আর তেমন কোন লাভ হয় না। নজরুল ইসলাম খান বলেন, সম্প্রতি নারী নির্যাতন যেভাবে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে সেই নারী নির্যাতনের ভাইরাস থেকে বাঁচার জন্যও এ সরকারের লোকজনের আরেকটা মাস্ক পরা উচিত। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের গাড়ির চালকের অঢেল সম্পদ সম্পর্কে তিনি বলেন, দেশের দুর্নীতি-অনাচার আজ যে অবস্থায় চলে গেছে, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সোশ্যাল মিডিয়ায় বলে , আমরা ডিজি হতে চাই না, ডিজির ড্রাইভার হতে চাই। এ ছাড়া সোসাল মিডিয়ায় দেখা যায় বিশ্বের সবচেয়ে ধনী ৩ জন ড্রাইভারের মধ্যে বাংলাদেশে একজন আছে। জনগন জিয়াউর রহমানকে ভুলে গেছে এবং খালেদা জিয়ার জনপ্রিয়তা কমেছে বলে দেয়া আওয়ামী লীগ নেতাদের বক্তব্য খন্ডন করতে গিয়ে নজরুল ইসলাম বলেন, যদি তাই হতো তাহলে আপনারা উঠতে বসতে, চলতে ফিরতে, শয়নে স্বপনে তাদের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তব্য রাখতেন না। রাজনীতিবিদদের চরিত্র হনন করে আপনারা রাজনীতি সম্পর্কে মানুষকে নিরুৎসাহিত করছেন, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার প্রধান সোমবার বলেছেন, তিনি দেশের জনগনের আরও সেবা করতে চান। তবে আপনি আমাদের মাফ করে দেন। আমরা আর আওয়ামী লীগের সেবা চাই না। আপনি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন, জনগনের রায় নিন, গদি থেকে নেমে চলে যান। জনগন নিজেদের মুক্তি পথ খুঁজে নেবে। আসুন সবাই ঐক্যবদ্ধ হই, আন্দোলন করে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনি। তিনি বলেন, দেশের মানুষের জীবন নিরাপদ নয়। করোনা সংক্রমনের কারণে অনেক মানুষ বেকার হয়ে গেছে, মানুষের কাজ চলে গেছে। তাদের পেটে ক্ষুধার আগুন। সরকারের এই আগুন নেভানোর কোন ব্যবস্থা নেই। আয়োজক সংগঠনের আহ্বায়ক ও বিএনপির ভাইসচেয়ারম্যান শওকত মাহমুদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক আফম ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, শিক্ষক-কর্মচারি ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, রিয়াজুল ইসলাম রিজু, সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, ড্যাব নেতা রফিকুল ইসলাম, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।
×