ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ভাঙ্গনের মুখে বেড়িবাঁধ

প্রকাশিত: ১৩:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০২০

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ভাঙ্গনের মুখে বেড়িবাঁধ

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ অস্বাভাবিক জোয়ারের স্রোতে ক্ষত বিক্ষত হয়ে যায় ৮ কিলোমিটার বেড়িবাঁধ। কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙ্গে বিশাল গর্তে পরিনত হয়েছে। প্রতিদিনের জোয়ারের স্রোতে ভেঙ্গে যাচ্ছে ফসলি জমি ও মানুষের ঘরবাড়ি। এতে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নদীর তীরের অরক্ষিত ৪টি ইউনিয়নে ফের প্লাবিত হওয়ার আশংকা স্থানীয়দের। সরেজমিনে হাতিয়ার নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রামে গিয়ে দেখা যায়। নদীর পাশে বেড়িবাঁধ ভেঙ্গে প্রতিনিয়ত জোয়ারের পানি ডুকছে লোকালয়ে। এতে কোথাও কোথাও নতুন নতুন খালের সৃষ্ঠি হয়েছে। ভেঙ্গে যাচ্ছে ফসলি জমি মানুষের ঘরবাড়ি। একই অবস্থা চরঈশ্বর ইউনিয়নের মাইজচা মার্কেটের উত্তর পাশের বিশাল এলাকা। এদিকে জোয়ারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপজেলার সূখচর ইউনিয়নে। এই ইউনিয়ে বেড়িবাঁধ প্রথম থেকে না থাকায় জোয়ারের পানিতে ভেঙ্গে গেছে গ্রামীন অনেক সড়ক। সুখচর ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, এখন স্বাভাবিক জোয়ারেও সূখচর ইউনিয়নে সকল স্থানে পানি উঠে যায়। কাচা, পাকা ও আধা পাকা প্রায় ২৫ কিলোমিটার রাস্তা সম্পুর্ন ভাবে বিধ্বস্ত হয়। অস্বাভাবিক জোয়ারে ভেঙ্গে যাওয়া মানুষের ঘরবাড়ি মেরামতের সূযোগ পাচ্ছে না এলাকার নিন্ম আয়ের মানুষেরা। চরঈশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম মহব্বত জানান, বার বার জোয়ারে প্লাবিত হওয়ায় সবচেয়ে ক্ষতি হচ্ছে কৃষকের । এখানে একাধিকবার কৃষক জমিতে আমন ধানের চারা রোপণ করে টিকিয়ে রাখতে পারছে না। হাতিয়ায় সরকারী হিসাবে গত দুমাসের একাধিকবার অস্বাভাবিক জোয়োরে প্লাবিত হয়ে নলচিরা, সূখচর, চরঈশ্বর ও সোনাদিয়া ইউনিয়েনের ৮ কিলোমিটার বেড়িবাঁধ সম্পুর্ন ভাবে ভেঙ্গে যায় । এতে এসব ইউনিয়নের অস্বাভাবিক জোয়ারে মানুষের ফসরের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো: নুর আলম জানান, হাতিয়াতে ৮. ৫০০ কিলো মিটার নতুন বেড়িবাঁধ নির্মাণের দরপত্র আহবান করা হয়েছে। বর্ষা মৌসুমের শেষের দিকে দ্রুত এই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে ।
×