ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আর্মেনিয়া-আজ়ারবাইজানকে শান্ত হতে বললেন গুতেরেস

প্রকাশিত: ১৩:০৫, ২৯ সেপ্টেম্বর ২০২০

আর্মেনিয়া-আজ়ারবাইজানকে শান্ত হতে বললেন গুতেরেস

অনলাইন ডেস্ক ॥ জাতিসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস আর্মেনিয়া ও আজ়ারবাইজানের সীমান্তে সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেছেন, অবিলম্বে দু’পক্ষের উচিত সংঘর্ষ বন্ধ করে শান্তিপূর্ণ পথে সমস্যার সমাধান বের করা। খবর রয়টার্স ও সিনহুয়ার। গুতেরেসের মুখপাত্র জানিয়েছেন, খুব শিগগিরই আর্মেনিয়ার প্রধানমন্ত্রী ও আজ়ারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন মহাসচিব। গুতেরেসের পাশাপাশি দু’পক্ষকে দ্বন্দ্ব-সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ওই এলাকায় আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা দেখছি এই দ্বন্দ্ব থামাতে পারি কি না। এর পাশাপাশি, একটি বিবৃতিতে দু’পক্ষের সংঘাতের নিন্দা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। দু’দেশের সীমান্তে সশস্ত্র হামলা থামাতে মার্কিন প্রশাসনকে দ্রুত উদ্যোগী হতে বলেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনও।
×