ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বে করোনায় প্রতি ২৪ ঘণ্টায় ৫৪০০ জনের বেশি প্রাণহানি

প্রকাশিত: ১১:২৪, ২৯ সেপ্টেম্বর ২০২০

বিশ্বে করোনায় প্রতি ২৪ ঘণ্টায় ৫৪০০ জনের বেশি প্রাণহানি

অনলাইন ডেস্ক ॥ বিশ্বে করোনা মহামারীতে ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৪০০ জনের বেশি লোকের মৃত্যু হচ্ছে। সেপ্টেম্বর থেকে ভাইরাসে এ পর্যন্ত যত প্রাণহানি ঘটেছে, তার গড় হিসাব করে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। মাত্র তিন মাসের মধ্যে করোনাজনিত অসুস্থতায় মৃত্যু বেড়ে পাঁচ লাখ থেকে বেড়ে দ্বিগুণ হয়েছে। প্রাণহানিতে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত। মহামারীতে প্রতি ঘণ্টায় এখন ২২৬ জনের মৃত্যু হচ্ছে আর প্রতি ১৬ সেকেন্ডে মারা যাচ্ছেন একজন। ৯০ মিনিটের একটি ফুটবল ম্যাচ দেখতে যে সময় লাগে, তাতে গড়ে ৩৪০ জনের মৃত্যু হচ্ছে। বৈশ্বিক করোনায় প্রাণহানির ৪৫ শতাংশই হচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে। বিবিসি জানিয়েছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মৃত্যুর সামগ্রিক চিত্রকে মন-অসাড় করে দেয়া ও মোট সংখ্যাটিকে একটি পীড়াদায়ক মাইলফলক বলে অভিহিত করেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, তারপরও প্রতিটি ও প্রত্যেকটি স্বতন্ত্র জীবনের প্রতি আমাদের নজর রাখতে হবে। তিনি জানান, তারা কারও বাবা ও মা ছিল, কারও স্ত্রী ও স্বামী ছিল, ভাই ও বোন, বন্ধু ও সহকর্মী ছিল। রোগটির নিষ্ঠুরতার কারণে ব্যথা বহুগুণ বেড়ে গেছে। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে করোনাভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়ার প্রায় ১০ মাসের মধ্যে এ ভাইরাসজনিত মহামারীতে মৃত্যুর সংখ্যা আরেকটি মর্মান্তিক মাইলফলক ছাড়িয়ে গেল।
×