ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং ম্যাপ হচ্ছে

প্রকাশিত: ২৩:১৭, ২৯ সেপ্টেম্বর ২০২০

মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং ম্যাপ হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ মৌজা ও প্লটভিত্তিক দেশের সব ভূমিকে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং করা হচ্ছে। দেশের পুরো জমিকে অবস্থান ও গুণাগুণের ভিত্তিতে কৃষি, আবাসন, বনায়ন, বাণিজ্য পর্যটন এবং শিল্প প্লট হিসেবে শ্রেণীবিভাজন করে গ্রামাঞ্চলের জন্য মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং ম্যাপ প্রণয়ন করা হবে। এজন্য ৩৩৭ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প নিচ্ছে সরকার। প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে। জানা গেছে, আজ মঙ্গলবার একনেক সভায় প্রকল্পটি উপস্থাপন করা হবে। গণভবন থেকে একনেক সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) জাকির হোসেন আকন্দ জানিয়েছেন, সারাদেশের ভূমিকে ডিজিটাল করার জন্য এখন একটি প্রকল্প চলমান রয়েছে। ওই প্রকল্পটির সঙ্গে সমন্বয় করে নতুন এই প্রকল্পটির মাধ্যমে সারাদেশের ভূমিকে মৌজা ও বিভিন্ন প্লটভিত্তিক আলাদা করা হবে। তখন যে কেউ যেখানে সেখানে যা ইচ্ছা নির্মাণ করতে পারবে না। পরিকল্পিতভাবে ভূমির ব্যবহার নিশ্চিত হবে। প্রতিবেশী ভারত তাদের ভূমিকে এ ধরনের জোনিং করে প্লটভিত্তিক ভাগ করে ব্যবহার করছে। জাকির হোসেন আকন্দ বলেছেন, প্রথমে যা ব্যয় চাওয়া হয়েছিল সেখান থেকে বিশাল অঙ্কের টাকা কমানো হয়েছে। প্রকল্পটি মঙ্গলবার একনেক সভায় উপস্থাপন করা হবে। জানা গেছে, মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনার ওপর সিদ্ধান্ত নেয়ার সুবিধার্থে কেন্দ্রীয়ভাবে কম্পিউটারাইজড ভূমি তথ্য সংরক্ষণ পদ্ধতি স্থাপন করা ইত্যাদি এ প্রকল্পের উদ্দেশ্য। প্রথমে এ প্রকল্পের ব্যয় ৪৪৭ কোটি ৪০ লাখ টাকা। এখন প্রকল্পের ব্যয় কমে দাঁড়াচ্ছে ৩৩৭ কোটি ৬০ লাখ টাকা। ফলে প্রকল্পের ব্যয় সাশ্রয় হবে ১১০ কোটি টাকা। সম্পূর্ণ সরকারী অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। দেশের ৬৪ জেলার ৪৯৩ উপজেলায় ৪ হাজার ৫৬২টি ইউনিয়নের ৫৬ হাজার ৩৪৯টি মৌজা এ প্রকল্পের আওতায় থাকছে। প্রকল্পটি চলতি সময় থেকে ২০২৪ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের মোট কৃষি জমি প্রায় ৮৪ শতাংশ। কিন্তু এখন এ জমি কমে যাচ্ছে। ভূমি ব্যবহার নীতি-২০০১ বাস্তবায়নকল্পে ভূমি মন্ত্রণালয় ২০০৬-২০১১ মেয়াদে উপকূলীয় ভূমি জোনিং প্রকল্প বাস্তবায়ন করেছে। যার মাধ্যমে ১৫২টি উপকূলীয় উপজেলার ভূমি জোনিং ও ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে দেশের ৩৩৬ উপজেলায় ভূমি জোনিং এবং ভূমি ব্যবহার পরিকল্পনা ও ম্যাপ প্রণয়ন করা হয়েছে। এখন টেকসই উন্নয়ন অভীষ্ট ও ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের জন্য মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প হাতে নেয়া হয়েছে।
×