ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:০৫, ২৯ সেপ্টেম্বর ২০২০

করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ সারাদেশে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছেন বিটিভির সাবেক মহাপরিচালক ওয়াজেদ আলী খান, সাবেক সংসদ সদস্য শামছুল হক তালুকদার, শিল্পপতি হাসান মাহমুদ চৌধুরী। এছাড়া নলছিটিতে একজন, সিলেট ও নাটোরে আওয়ামী লীগ নেতা মারা গেছেন। যদিও গাইবান্ধায় নতুন করে আরও ৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার। পাবলিক সার্ভিস কমিশনের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিটিভির সাবেক মহাপরিচালক, সাবেক অতিরিক্ত সচিব ও ভাওড়া হাই স্কুল এ্যান্ড কলেজের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওয়াজেদ আলী খান মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া গ্রামের আছমত আলী খানের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ড. ওয়াজেদ আলী খান নানা রোগে ভুগছিলেন। গত এক সপ্তাহ আগে অসুস্থতার কারণে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখানে তার নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা একটার দিকে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সোমবার বাদ এশা ভাওড়া স্কুল এ্যান্ড কলেজ মাঠে তার জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
×