ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ২১:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২০

দুই কোটি টাকার ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় পরিচালিত এক অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে গ্রেফতার হয়েছে ২ মাদককারবারী। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার এ অভিযান চালায় র‌্যাব। জানা গেছে, মাদক কারবারিরা কক্সবাজার হতে একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে আসছে এ তথ্যের ভিত্তিতে লোহাগাড়ার চুনতি এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে কাভার্ডভ্যানটি তল্লাশি করে ৪০ হাজার ইয়াবা উদ্ধার হয়। গ্রেফতার করা হয় জাহাঙ্গীর আলম (৪৩) ও আব্দুল্লাহ আল নোমান (২০) নামের দুজনকে। খুলনায় চেক বিতরণ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা জমির মালিকদের সোমবার সকালে ক্ষতি পূরণের চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে ৩৫ ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের হাতে ৩০ কোটি টাকার চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, পূর্বের খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হতে বর্তমান কুয়েটের জন্ম। উন্নয়ন কাজের জন্য ভূমি অধিগ্রহণ স্বাভাবিক প্রক্রিয়া। এক্ষেত্রে সরকার ন্যায্যমূল্য প্রদানের চেষ্টা করে। অতীতে ভূমির মালিকদের অধিগ্রহণের টাকা পেতে ভোগান্তি পোহাতে হতো।
×