ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধ মামলার সাক্ষীদের সুরক্ষার দাবি

প্রকাশিত: ২১:৫০, ২৯ সেপ্টেম্বর ২০২০

যুদ্ধাপরাধ মামলার সাক্ষীদের সুরক্ষার দাবি

স্টফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে মানবতাবিরোধী যুদ্ধাপরাধ মামলার সাক্ষীদের সুরক্ষার দাবিতে যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সোমবার সকালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাক্ষী সুরক্ষা আইনকে পাশ কাটিয়ে ট্রাইব্যুনালের সাক্ষী ও তাদের স্বজন এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতার নামে মামলা-হামলা ও হয়রানির প্রতিবাদ জানানো হয়েছে। দাবি বাস্তবায়নে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। সংবাদ সম্মেলন ও স্মারকলিপি পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যশোর জেলা শাখার সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক সাজেদ রহমান, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দদুল, এ বি এম কামরুজ্জামান, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, দফতর সম্পাদক প্রণব দাস প্রমুখ।
×