ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আমফানে ক্ষতিগ্রস্তদের জীবিকা নির্বাহের উপকরণ দিল নৌবাহিনী

প্রকাশিত: ২১:৫০, ২৯ সেপ্টেম্বর ২০২০

আমফানে ক্ষতিগ্রস্তদের জীবিকা নির্বাহের উপকরণ দিল নৌবাহিনী

দেশব্যাপী করোনা পরিস্থিতি, নদী ভাঙ্গন, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে জীবিকা নির্বাহের উপকরণ প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে সোমবার ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়াখালী ইউনিয়নের ৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে রিক্সা, ভ্যান, সেলাই মেশিন, পানির পাম্প, গরু ও ছাগল বিতরণ করা হয়। এছাড়া, অত্র নৌ অঞ্চলের অধীনে দায়িত্বপূর্ণ উপকূলীয় জেলা বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাঁটা এবং তালতলী উপজেলাসমূহে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদানসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে নৌবাহিনী। -আএসপিআর
×