ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ট্র্যাজেডির পরও থেমে নেই অবৈধ গ্যাস সংযোগ

প্রকাশিত: ২১:৪৭, ২৯ সেপ্টেম্বর ২০২০

ট্র্যাজেডির পরও থেমে নেই অবৈধ গ্যাস সংযোগ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনার পরও জেলার বিভিন্ন স্থানে এখনও অবৈধ গ্যাস সংযোগ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গ্যাস চোর সিন্ডিকেট সদস্যরা রাতের আঁধারে ও সরকারী ছুটির দিনে এ অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এমনকি অনেক এলাকায় দিনের বেলাও এখন প্রকাশ্যেও এ অবৈধ গ্যাস সংযোগ দেয়ার অভিযোগ রয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগের পাইপ ও রাইজারও অপসারণ করেছেন। তবুও বসে নেই গ্যাস চোর সিন্ডিকেট সদস্যরা। এতে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। অভিযোগ রয়েছে, সিদ্ধিরগঞ্জের জালকুড়ির বিভিন্ন এলাকায় গ্যাস চোর সিন্ডিকেট সদস্যরা ইদানীং অবৈধ গ্যাস সংযোগ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। এ অবৈধ গ্যাস সংযোগের কারণে বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমলেই গ্যাসের বুদবুদ উঠতে দেখতে পান এলাকাবাসী। এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেয়ায় স্থানীয় বাসিন্দারাও ক্ষুব্ধ হয়েছেন। কিন্তু গ্যাস চোর সিন্ডিকেট সদস্যদের দাপটের কারণে স্থানীয় প্রতিনিধিসহ কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। অবৈধ গ্যাসের কারণে ফের বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, আড়াইহাজার, রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলায় রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ দেয়া হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এর মধ্যে সিদ্ধিরগঞ্জের জালকুড়ির বিভিন্ন স্থানে গ্যাস চোর সিন্ডিকেট সদস্যরা অবৈধভাবে গ্যাস সংযোগ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। গ্যাস চোর সিন্ডিকেট সদস্যরা নিজেদের তিতাসের লোকজন পরিচয় দিয়ে জালকুড়ি পশ্চিমপাড়া, নাইন্তারপাড়া, জালকুড়ি বিশ^রোড, পশ্চিমপাড়, বৃষ্টিধারা, তালতলা, জালকুড়ি উত্তরপাড়া, খোলা মার্কেট ও মধুগড় এলাকাসহ বিভিন্ন জায়গায় আবাসিক এবং ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দিচ্ছেন। এভাবে তারা দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে যাচ্ছেন। তবে এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, তিতাসের কিছু অসাধু কর্মকর্তা যোগসাজশেই উক্ত ব্যক্তিরা এমন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এদিকে জালকুড়িসহ বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে গ্যাস লাইনে লিকেজ। এলাকাবাসী বৃষ্টির পানি জমলে কোথাও কোথাও গ্যাসের বুদবুদ উঠতে দেখতে পান। এতে চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এলাকাবাসী। স্থানীয় তিতাস গ্যাস অফিসের উন্নয়নকারী মোস্তফা হাওলাদার বলেন, কয়েকদিন আগে জালকুড়ির বৃষ্টিধারা এলাকায় একটি অবৈধ গ্যাস দেয়ার খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে ২শ’ ফুট অবৈধ গ্যাস লাইনের পাইপ অপসারণ করে দিয়েছি। এ বিষয়ে কারো বিরুদ্ধে মামলা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি জানান, এ বিষয়ে আমাদের উর্ধতন কর্মকর্তারা বলতে পারবেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও জালকুড়ির বাসিন্দা ই¯্রাফিল প্রধান বলেন, জালকুড়িতে শুধু রাতের বেলাই নয় তারা দিনের বেলায়ও অবৈধ সংযোগ দিচ্ছেন। কি করে প্রকাশ্যে এ গ্যাস সংযোগ দেয়া হচ্ছে এটা আমার বোধগম্য নয়। তিতাসের লোকজন এদের কিছুই বলছে না।তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের নারায়ণগঞ্জ অফিসের উপমহাব্যবস্থাপক মোঃ মফিজুল ইসলাম বলেন, গত শনিবার জালকুড়ি এলাকায় একটি অবৈধ গ্যাস সংযোগ দেয়ার খবর পেয়ে আমরা ওই এলাকায় গিয়ে লাইনটি অপসারণ করে দিয়েছি। তিনি আরও বলেন, কে এই অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছেন যদি এলাকাবাসী আমাদের এ ধরনের কোন তথ্য দেন তবে আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
×