ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নোয়াখালীর করোনা যোদ্ধা ডাঃ ফজলে এলাহী

প্রকাশিত: ২১:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২০

নোয়াখালীর করোনা যোদ্ধা ডাঃ ফজলে এলাহী

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৮ সেপ্টেম্বর ॥ মার্চ মাস থেকেই নোয়াখালী জেলা শহরের নামীদামী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা করোনার ভয়ে রোগী দেখা বন্ধ করে দেন। এই দুঃসময়ে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান স্বাচিপ নোয়াখালী জেলা শাখার সভাপতি ডাঃ ফজলে এলাহী খান রোগীদের নিয়মিত সেবা দিয়েছেন। করোনাকালীন নোয়াখালীতে তিনি মানবতার ফেরিওয়ালার ভূমিকায় অবতীর্ণ হন। করোনার ভরা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে, কিডনি ডায়ালাইসিস ইউনিটে ভর্তি রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করেন। এছাড়া তিনি তার প্রাইভেট চেম্বারেও করোনা রোগীসহ বিভিন্ন রোগীকে চিকিৎসাসেবা দেন। এ কারণে ডাঃ ফজলে এলাহী খানকে নোয়াখালীর চিকিৎসক, রোগী ও সাধারণ মানুষ মানবতার ফেরিওয়ালা হিসেবে আখ্যা দিয়েছেন। কিডনি রোগী সদর উপজেলার উত্তর শুল্লকিয়া গ্রামের কে. হোসেন, বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের এম.এ কাশেম বলেন, মার্চ মাস থেকে তারা প্রতি মাসে দু’বার করে কিডনি ডায়ালাইসিস করতে হাসপাতালে এসেছেন। ডাঃ ফজলে এলাহীর তত্ত্বাবধানে নামমাত্র মূল্যে তারা যে সেবা পেয়েছেন তা রাজধানী ঢাকা শহরেও পাওয়া যায় না। গৃহবধূ মমতাজ বেগম (৬৫) বলেন, মে মাসে তিনি অসুস্থ হয়ে শহরের কয়েকটি হাসপাতালে চিকিৎসাসেবা না পেয়ে হয়রানির শিকার হন। কিন্তু ডাঃ ফজলে এলাহীর কাছ থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। ডাঃ ফজলে এলাহী খান বলেন, চিকিৎসাসেবা দেয়াই আমার পেশা। মানুষের সেবা করার জন্যই আমি এ পেশা বেছে নিয়েছি। করোনাকালে আমি রোগীর স্বার্থ দেখেছি। পরিবারকে সময় না দিয়ে রোগীদের সেবা দিয়েছি। করোনার ভয়ে চিকিৎসকরা যদি আত্মগোপনে থাকেন তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? তিনি আরও বলেন, ‘আমি জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে রোগীদের স্বার্থে কাজ করেছি।
×