ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীনের খনিতে বিষক্রিয়ায় ১৬ জনের মৃত্যু

প্রকাশিত: ১৯:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০২০

চীনের খনিতে বিষক্রিয়ায় ১৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ চীনের একটি কয়লাখনিতে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। স্থানীয় সরকার স্যোশাল মিডিয়ায় জানায়, চংকিং শহরের এই সংযাও কয়লা খনি থেকে মোট ১৭ জনেকে টেনে বের করা হয়েছে। তাদের মাত্র একজনই জীবিত আছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। রবিবার মধ্যদুপুরে খনিতে এ দুর্ঘটনা ঘটে। খনির ভেতরের কনভেয়র বেল্টে আগুন ধরে যাওয়ায় কার্বন মনোক্সাইডের মাত্রা আশঙ্কাজনক মাত্রায় বেড়ে গিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে চীনের খনিতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে। সরকারি হিসাবমতে, এর আগে ২০১৭ সালে চীনে মোট ২১৯ টি খনি দুর্ঘটনা ঘটেছে। এতে ৩৭৫ জনের মৃত্যু হয়। ২০১৮ সালেও খনি দুর্ঘটনায় মারা গিয়েছিল ৩৩৩ জন।
×