ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এমসি কলেজের পৈশাচিক ঘটনা সভ্য যুগে মেনে নেয়া যায়না- জি এম কাদের

প্রকাশিত: ১৭:০৯, ২৮ সেপ্টেম্বর ২০২০

এমসি কলেজের পৈশাচিক ঘটনা সভ্য যুগে মেনে নেয়া যায়না- জি এম কাদের

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের এমসি কলেজে এক গৃহবধুর ওপর পাষবিক নির্যাতনের ঘটনায় তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। সোমবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাবেক মন্ত্রী জি এম কাদের বলেন, সভ্য যুগে এমসি কলেজের পৈশাচিক ঘটনা মেনে নেয়া যায়না। তিনি বলেন, অপরাধী যেই হোক তার বিরুদ্ধ দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। যাতে ভবিষ্যতে এমন ঘৃণ্য অপরাধ আর সংগঠিত না হয়। সৌদি প্রবাসীদের বিমান টিকেট পেতে জটিলতায় উদ্বেগ সৌদি প্রবাসীদের বিমানের টিকেট পেতে জটিলতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের কাজে ফিরতে টিকেট পেতে জটিলতা অত্যন্ত দুঃখজনক। সৌদি গমনেচ্ছুরা যেন ভিসার মেয়াদ শেষ হবার আগেই বিমানের টিকেট পায় সেজন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে আহবান জানিয়েছেন তিনি। পাশাপাশি যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে, তাদের জন্যও কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের প্রতি আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। প্রধানমন্ত্রীর জন্মদিনে অভিনন্দন ॥ এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। এক অভিনন্দন বার্তায় সরকার প্রধান শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি। অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যাবে। তাঁর নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকান্ড আরো গতিশীল হবে। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি আরো উন্নত হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ থেকে চিরতরে বিতারিত হবে ক্ষুধা, দারিদ্র ও দুর্নীতি।
×