ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ধান মজুত রাখার দায়ে মিল মালিক ও মজুদদারের জরিমানা

প্রকাশিত: ১৭:০১, ২৮ সেপ্টেম্বর ২০২০

নওগাঁয় ধান মজুত রাখার দায়ে মিল মালিক ও মজুদদারের জরিমানা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ রবিবার সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর ও ধামইরহাটে বোরো ধান মজুত রাখার দায়ে ৪ মিল মালিক ও মজুদদারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে অর্থদন্ড আদায় করা হয়েছে। বর্তমান বাজারে ধান ও চালের দাম উর্ধ্বগতি রোধে এ অভিযান পরিচালনা করা হয়। ধামইরহাট উপজেলা সদরের মেসার্স জামান চাল কল ও সেতু চাল কলে অভিযান পরিচালনা করা হয়। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সিব্বির আহমেদ অভিযানের নেতৃত্বদেন। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর ৩(৬) মোতাবেক এ অভিযানে ধান মজুত রাখার দায়ে জামান চালকলের স্বত্বাধিকারী মো.ফজলুর রহমানকে ৪০ হাজার এবং সেতু চালকলের স্বত্বাধিকারী মো.ওবায়দুল হক সরকারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.আতাউর রহমান বলেন,মিল মালিকগণ তাদের মিলের পাক্ষিক ছাটাই ক্ষমতার ৫ গুন পর্যন্ত ধান মজুত করতে পারবেন। ধামইরহাটে অধিকাংশ মিলের পাক্ষিক ছাটাই ক্ষমতা ৪৪ মে.টন। সেই হিসেবে সর্বোচ্চ ২২০ মে.টন ধান মজুত রাখতে পারবে। কিন্তু অধিকাংশ মিল মালিকরা অধিক পরিমাণে ধান মজুদ রেখেছেন। অপরদিকে একইদিন নওগাঁর মহাদেবপুরে অতিরিক্ত ধান মজুত করায় দুই চালকলের ১লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলার সরস্বতিপুর সাপাহার চালকলে পাক্ষিক ছাটাই ক্ষমতার অতিরিক্ত ধান মজুত করার অপরাধে ১ লাখ টাকা এবং সোনালী ট্রেডার্স মহাদেবপুরকে অতিরিক্ত ধান মজুত করার অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আগামী ৭ দিনের মধ্যে মজুতকৃত ধান ভোক্তার উদ্দেশ্যে বাজারে ছাড়ার আদেশ দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান মিলন।
×